সাইড প্লিজ
... ঋষি
একটা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে জীবন
নিয়ম মতো ,নিয়মিত
চিরাচরিত মনখারাপের রাস্তা পেরিয়ে
খানাখন্দ ,গলি পেরিয়ে ,
লেরো বিস্কুট আর দুধ ছাড়া চায়ের কাপ ছাড়িয়ে
জীবন তার নিজস্বপথে ধার করা এক ওড়না জড়িয়ে
এগিয়ে চলেছে।
.
একদিন মোড় ঘোরাতে হবে
ভাবতে ভাবতে বুকেতে জমা শুকনো পাতা জড়িয়ে
না লেখা কবিতা শিরদাঁড়া সমান
এই দেশ শহর আর গ্রাম পেরিয়ে
কোনো এক অজানা দেশে ঘাটে লেগেছে জাহাজ
সেই জাহাজের চেনা ,অচেনা নাম পেরিয়ে
একদিন।
.
তাড়াতাড়ি হে বদল করো হে নাবুক
বুকের খাঁজে যুদ্ধ জাহাজ মৃত্যু সমান
চেনা ,অচেনা গল্পের সব ঘুম ভাঙা আজ
হৃদয় জুড়ে যুদ্ধ যে আজ মৃত্যুকামান।
একদিন ঠিকানা পেরিয়ে হেঁটে যেতে হবে ঘুমের দেশে
মাটিটাকে আঁকড়ে নিয়ে প্রবল সুখে
একদিন তাসের ঘরে গোলাম রাজা হবে
একদিন দেশ খুঁজতে কোনো শৈশব বলবে না প্রেসেন্ট প্লিজ
বরং সময় বলবে অনেক হলো সাইড প্লিজ।
No comments:
Post a Comment