শব্দের স্বাধীনতা
... ঋষি
.
কদম কদম বড়াহে যা ,খুশিকে গীত
বাবা কেন বাজছে এই গানটা ?
আমি চমকে উঠি আমার নবছরের ছেলের কথায়
সত্যি তো ?
কেন বাজছে এই গানটা ?
তবু ছেলেকে বলি বাবা আজ নেতাজীর জন্মদিন।
.
বাবা নেতাজী মানে সেই ফ্রিডম ফাইটার
সত্যি তো নেতাজী মানে আজ শুধুই ফ্রীডম ফাইটার ,
এই হাল ফ্যাশনের শহরে নেতাজীর জন্মদিন মানে শুধু একটা ছুটির দিন
একটা দিন যেদিন উইকেন্ডে যেতে হয় ,
বেধক মাতাল হয়ে নাচতে হয় সস্তার হিন্দি গানে
কিংবা মনের কোনে ভাবতে হয় ভারতবর্ষ আমার দেশ
কিন্তু শুধু এই দিনটাই ?
.
তবু আমি ছেলেকে বলি
নেতাজী হলেন সেই ফ্রিডম ফাইটার যিনি তৈরী করেছিলে আজাদহিন্দ বাহিনী
যিনি স্বাধীনতা আন্দোলনের প্রথম পতাকা তুলেছেন
আমাদের বুঝিয়েছিলেন স্বাধীনতার মানে ,
নেতাজী বলেছিলেন
'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব....!'
ছেলে শুনলো সবটা কি বুঝলো ?আমি জানি না
আমার মনে হঠাৎ প্রশ্ন এলো আমি কতটা জানি আজকের দিনটা মানে ,
শুধু মাত্র ছুটির দিন ছাড়া।
পাড়ার ক্লাবের মাইকে বেজে উঠলো " এ মেরে বতনকে লোগো "
মনে পড়ছে রবীন্দ্রনাথের সেই কটা লাইন
"সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী
রেখেছ বাঙালি করেমানুষ করনি"
No comments:
Post a Comment