Thursday, January 27, 2022

তোমাকে

 তোমাকে 

... ঋষি 


তোমাকে একটিবার ছুঁয়ে দেখি 

তারপর স্বার্থপর কাকের মতো জানান দি বারংবার নিজেকে 

বেঁচে আছি ,

মাঝে মাঝে তোমাকে নিয়ে কি করা যায় 

আসনপিঁড়ি পেতে তোমাকে বসিয়ে লিখে ফেলি এ যুগের শ্রেষ্ঠ কবিতা 

ঠিক তোমার গোলাপি স্বপ্নিল  ঠোঁটের গড়নে। 

.

মাঝে মাঝে ভাবি তোমাকে নিয়ে কি করা যায় 

ইচ্ছে করে তোমার সামুদ্রিক চোখে ডুবুরি হয়ে ডুব সাঁতার দি 

তুলে আনি বেঁচে থাকার মানে 

তারপর না হয় তোমার উষ্ণতায় পৃথিবীর শীতার্তদের কথা ভাবা যাবে।  

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...