Thursday, March 10, 2022

যদি ভালো না লাগে

 


যদি ভালো না লাগে 

... ঋষি 


যদি ভালো না লাগে ,ফিরে তাকাও 

যদি রাতের ঘুম ভেঙে যায় আচমকা ,ফিরে তাকাও 

ভবিষ্যৎ পড়ে আছে অনেক দূর 

অতীত ফেলে আসা ছোট হয়ে যাওয়া একলা জামাগুলো

ফিরে তাকাও আজকে। 

.

আমি রৌদ্র খুঁজি সমুদ্রের ইচ্ছার ভিতর 

টলমল করে ওঠে কোনো গভীর নারীর সুখ 

আমি অনিচ্ছায় বাঁচি 

                         ফিরে তাকাবার লোভ ,

দূর থেকে হারিয়ে যাওয়া শৈশব ,বন্ধুদের মুখ 

আশ্রয় বাঁচা ,অনাবিল আকাশে। 

.

যদি ভালো না লাগে ,ফিরে তাকাও 

পার করে আসা শেষ শীতের সোয়েটারগুলো গুছিয়ে রাখো 

গুছিয়ে রাখো মুহূর্তদের আছিলায় 

                 আসলে ভুলতে চাওয়া মানেই পাপ নয় 

                             আসলেই ভালোবাসলেই পবিত্রতা নয়। 

শ্মশানের গন্ধে 

ছাই মাখা এই পুরোনো শহরের দেওয়ালে ভালো না লাগাগুলো ম্যাজিক 

সেই ম্যাজিকগুলো বড় একলা 

একলা এই শহরের দিনক্ষণ ,মুহূর্তের হাসি 

দেখো তুমি দাঁড়িয়ে ,তোমার থেকে দূরে 

সুখ খুঁজছো 

ফিরে এসো 

যদি ভালো না লাগে ফিরে তাকাও। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...