Sunday, March 27, 2022

কমলি



 কমলি 

... ঋষি 


রেল লাইন পেরোলেই ঝোপ ঝাড় মল মূত্র দুর্গন্ধের ভার

ওদিকে খানিক গেলে কাঁচা রাস্তা, দেশি মদ ও কমলির  ঠাঁই

কমলি মদ বেচে, বেচে নিজেকেও।

কমলির  সাঁঝ-কাজল চোখ মৃত স্বপ্নের লাশ ঘর 

প্রতি সন্ধ্যা,সাঁজে কমলি চুল বাঁধে ,

প্রতি রাতে কাস্টমার ফিরে গেলে আয়নার সামনে দাঁড়িয়ে 

অভ্যাসে বাঁচে কিছুক্ষন নিজের পোড়া কপালে সাথে । 

.

যখন মহুল ফোটে মাতাল গন্ধ হুল বেঁধায় বোলতার মত

তখন  কমলির মরণ পায়,

তবুও কমলি বেঁচে থাকে সময়ের মরা খালে সুখা দীঘি হয়ে 

ফি বছর শুকোতে গিয়েও বুকে কাদাজল নিয়ে কলমি স্বপ্ন দেখে 

বেঁচে ওঠে ঠিক, 

আর স্বপ্নের ঘোরে যাকে দেখে, তাকে বলে আয়

                                      .. বুকে আয়।

.

গভীর রাতে, ঝিঁঝিঁ ডাকে জঙ্গলে যখন

আকাশ তখন নেমে আসে কমলির  বুকের কাছে ,বুকের মাঝে 

নিঃশব্দরা তখন তারা হয়ে ফোটে সারা আকাশে ,

তখন অন্ধকার পুরুষ কলমিকে আদর করে পাগলের মতো 

তখন কমলির ছোটবেলার সেই গ্রামের মাদলের তালে নাচতে ইচ্ছে হয়। 

কমলি জানে না কতটা প্রেম, ঠিক কতটা আদর পেলে

মরা যায় সুখে ?

কতখানি সুখের সাথে ঘর করলে মানুষ বলে " ভালো আছি " । 

কমলির  রক্তে বড় নেশা ,রক্তে বড় রাগ

কমলির  ভরা যৌবনে সারা বুকে তাই অদৃশ্য রক্তের ধারা

কমলি  বুকের রক্ত মোছে রোজ , মদ বেচে, বেচে নিজেকেও

বিকিকিনি শেষ হলে কমলি  অন্ধকার মাখে উচ্ছিষ্ট শরীরে 

বেইমান প্রেমের সুখে রোজ বাঁচে, রোজ ভালোবাসে

রোজ মরে সে ।

 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...