Sunday, March 27, 2022

বহুদিন


 বহুদিন 

,,,, ঋষি 


বহুদিন একসাথে পথ হাঁটিনি হে চলন্তিকা 

যাই নি একসাথে ধুলোপথে বগটুই কিংবা সুদূর ইউক্রেনে,

শুধু  সময়ের  মিথ্যে কথায় ভয় পেয়েছি তার জন্য 

সত্যি এখনো মরে যাই নি । 

আমাদের আশেপাশে

ভিড় করে যুদ্ধের ট্যাংক , মিসাইল রকেট ,বোমা বারুদ বিস্ফোরণ 

নিষ্পাপ হত্যা ,অজস্র ধ্বংসলীলা ,চিৎকার 

আর মানুষের অধিকারের খিদে।  


বহুদিন একসাথে পথ হাঁটিনি হে চলন্তিকা 

পথেরা রক্তমাখা, পিচ্ছিল, অশালীন ,অসভ্য ,জান্তব 

জানি তোমার একলা  গাল অসুখ ছুঁয়েছে, আঙুল ছুঁয়েছে অবিশ্বাস

ভালোবাসা এসেছিল কবে জানি না এই পৃথিবীতে 

এখন তো শুধু অবশিষ্ট বাসা 

সময়ের ঘর 

কবিতার পোড়া বাসে শুধু মানুষের অতৃপ্তি। 

.

বহুদিন একসাথে পথ হাঁটিনি হে চলন্তিকা 

আজকাল সময়ের কবলে পরে বসন্ত প্রায় মৃত 

তোমার নিষ্পাপ দৃষ্টি ,অতল গভীরতা আর যা যা আমার প্রানপ্রিয় 

সবকিছু শুধুই মুহূর্তবন্দী। 

স্বপ্ন দেখি তোমার তাঁতের শাড়ি, আচলের গিঁটে ভালোবাসা

এখন শুধুই অস্থিরতা ,

অস্থির সময় জুড়ে মৃতদেহের মিছিলের সারি

যুদ্ধের দামামা 

বিজ্ঞানের অন্ধকার নেমে আসে মৃত্যু হাতে নিয়ে

অজুহাত খোঁজে অন্য এক অভ্যেসের হাত

আর 

সংঘাত। 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...