Thursday, March 10, 2022

চরিত্র



 চরিত্র 

... ঋষি 


চরিত্র লিখছে নারী 

খোলা স্তনের মুখোশে সমাজ লিখছি পরম্পরা 

যদি তুমি চারিত্রিক হও 

তবে সম্বলে তুললে নিও  একাধিক অধিকার 

আর যদি ভালোবাসো 

তবে খোলা আকাশ জড়িয়ে রাখো নীল বিবর্ণ শরীরে। 

.

ধ্রুপদের গতিতে 

নিজস্ব অবলম্বনে আয়নারা চরিত্রের গাছ খোঁজে 

গাছের পাতায় শুকিয়ে যায় সময়ের শীতে 

জানো তো শীত করে 

শীত করে সম্বল ,বুকের ওমে অসংখ্য বাঁচা 

তবুও তুমি বেওয়ারিশ হও নিজের চরিত্রে। 

.

চরিত্র লিখছে শীতলতা কিংবা গড়িয়ে নামা ঘামে 

বুকের কেবিনেটে জমা হচ্ছে রিসাইকেলে তোমাকে ছোঁয়া 

তুমি আঙ্গিক 

তুমি সাহ্নিক 

তবুও তোমার মধ্যে বয়স্ক ভাবনার বায়োস্কোপে সাদা কালো ছবি ।

ভালো থাকতে গেলে 

জানি না কেমন বাঁচে মানুষ ?

শুধু জানি কেমন থাকে শহর একলা থাকায় 

অন্ধকারে শুয়ে থাকে চরিত্র 

বারংবার 

জানি নারী তুমি আজও অপেক্ষায় ঠকে যাওয়ায়। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...