Wednesday, March 16, 2022

একটা নতুন রঙ

একটা নতুন রঙ
ঋষি

একটা নতুন রঙ খুঁজছি
যে রঙে রাঙালে এই পৃথিবীতে থাকবে না কোন মানুষের শোক 
একটা নতুন রঙ 
যে রঙে রাঙালে কেউ বলবে না এটা ইউক্রেন, এটা রাশিয়া 
যে রঙে মানুষের সীমাবদ্ধতার শিকলগুলো ছিঁড়ে যাবে 
মানুষগুলো বাঁচবে সমস্ত দেশ,ডলার, টাকা ছাড়িয়ে নিজেদের ভালোবাসবে বলে 
এই পৃথিবীকে ভালোবাসবে বলে। 
.
একটা নতুন রঙ খুঁজছি 
যে রঙে আমাদের আগামীর সন্তানেরা পাবে একটা উদার পৃথিবী 
যে রঙে রাঙিয়ে তারা হাসবে ফুলের মতো, 
তারা বাঁচবে কোন জাতি ধর্ম, কোন সমাজ, কোন বর্ণ ছাড়া 
শুধু বাঁচার অধিকারে
শুধু হাসার অধিকারে
মানুষের পাশে, মানুষের সাথে এক স্বাধীন পৃথিবীর বর্ণ পরিচয়ে। 
.
একটা নতুন রঙ খুঁজছি 
যে রঙের রাঙিয়ে কোন দুস্থ শিশুকে মরতে হবে না ক্ষুদার জ্বালায় কিংবা বিনা চিকিৎসায়,
যে রঙে রাঙিয়ে কোন নারীকে হতে হবে না বেআব্রু কিংবা বেইজ্জত। 
যে রঙে থাকবে না কোন তালিবান, মাওবাদী কিংবা হিন্দু, মুসলমান
যে রঙে থাকবে না কোন সাজানো মুখোশ, প্লাস্টিক হাসি
যে রঙে থাকবে না পারমানবিক বোমা,বারুদ কিংবা কোন লকডাউনের চোখ রাঙানি। 
যে রঙে রাঙিয়ে সকালের নতুন সূর্য সময়ের প্রতিটা জাগরণকে আমন্ত্রন জানাবে 
প্রতিজন মুখোশধারী, ধান্দাবাজ, লোভী, সকল সভ্যতার ব্যাপারিকে হত্যা করবে
সেদিন আমি আর লিখবো না কোন কবিতা
সেদিন আমি এমনি কোন রঙের দিনে চলন্তিকাকে মাখিয়ে দেবো আনন্দের রঙ 
আর তাকে বলবো রবিঠাকুরের ভালোবাসার লাইন দুটো 

"প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস 
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ"।  


No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...