কালাশনিকভ
... ঋষি
সমস্ত পারা না পারার ভিতর ভিতর অহংকার শুয়ে
সময়ের অহংকার মানুষকে অপারক করে
তোমার হাতে কালাশনিকভ ,অসংখ্য বুলেট আমার দিকে
ছুটে আসছে
ভেদ করতে চাইছে বুকের পাঁজরে বেঁচে থাকা
আমি পালাচ্ছি হাজারো মানুষের সাথে রোজ
হাজারো শহর তবুও রক্তাত্ব।
.
ভুল বোঝা
এগিয়ে হারানো হাত
বোকা মাস্তুলে রেখে আসা জাহাজের দিক হারাবার দিন
বুকের কেবিনেটে তছনছ হচ্ছে সময়ের ঝড়
পথ হারাচ্ছে নাবিক
পথ হারাচ্ছে ক্রমশ দিশাহীন দিক।
.
নির্বিকার বোঝাপড়া
দিনে রাতে চর্বিতচর্বনে ক্যালেন্ডারের পাতায় পুরোনো রাশিয়া
ক্যালেন্ডারের পাতায় কালাশনিকভ
এ কে ফর্টিসেভেন আবিষ্কার এক পাপ
এক পাপ ষড়যন্ত্র মানুষের বুকে শুয়ে থাকা বাঁচার বিরোধিতায় ,
তবুও ফেস্টুনে লেখা
বিপ্লবী অমর রহ ,
কিন্তু এমন যোনি কি যার উত্তরে লেখা যেতে পারে
আরেক প্রজন্ম
মানুষের বাঁচা।
No comments:
Post a Comment