অমলেন্দু ঘোষ
.. ঋষি
উনি যা করেন ভালো করেন, ভালো খান, ভালো হাসেন
বিভিন্ন অনুষ্ঠানে যান, মঞ্চ কাঁপান
উনি পায়ে হাঁটেন, মাথায় তেল দেন।
.
তবে তার ভালো কাজের গল্পরা আমরা
উনি গল্প লেখেন, উপন্যাসের চরিত্র সাজান
আমরা তার গল্প পড়ি,সাহিত্য বলি
আমরা হাততালি দি
তারপর তার উপন্যসের চরিত্র হয়ে যাই।
.
অমলেন্দু ঘোষ ভালো কাজ করেন
অমলেন্দু ঘোষ অনেক পুরষ্কার পান
অমলেন্দু ঘোষের অনেক টাকা
অমলেন্দু রথে চড়ে ঘোড়েন।
আমরা উনি এলে রাস্তা থেকে সরে দাঁড়াই
আমরা উনি এলে লালায়িত চোখে তাকাই
আমরা রাস্তাই চেন খুলে দাঁড়াই,
আমরা দিন শেষে, আমেজ শেষে বাড়ি ফিরে আসি।
.
আমরা মার্গারেট নোবেলকে বুঝতে পারি না
আমরা পিকাসোর ছবি বুঝি না
এগুলো কি ওনাদের দোষ?
অমলেন্দু ঘোষ বড় ভালো লোক
আমরা বুঝি না
আমরা বংশ পরম্পরায় মানি, মানি অভ্যাসে
অমলেন্দু ঘোষ বড় ভালো লোক।
No comments:
Post a Comment