Thursday, March 10, 2022

ভালোবাসার অপেক্ষায়

 

ভালোবাসার অপেক্ষায় 

... ঋষি 


ধুলো ওড়া ,বইয়েরগন্ধ 

টেবিলে ছড়ানো উৎসবে কথা বলে শব্দরা 

গভীরে বলে শব্দহীন হও ,

আরো গভীরে খোঁজ ,আরো গভীরে বোধ 

ঈশ্বর আর শব্দমণ্ডলীর বৈঠকে আর কদিন 

এই শহর 

নুন লেকে রেখে এসো তোমার ধুলোমাখা কিছু আশ্রয়। 

.

আমি সেখান থেকে বলছি 

যেখান অন্ধকারে কোনো এক ছাপাখানায় অনবরত শব্দ 

রঙিন মলাটে ,ভাবনা ,

প্রকাশকের দায় নিয়ে প্রশ্ন থেকে যায় 

সকলেই ভাবনা বিলোতে চায় 

অথচ ভাবনারা বছর বছর অপেক্ষা করে বইয়ের উৎসবের । 

.

যারা আসো নি ,তারা ঘুরে এসো 

যারা ভালোবাসোনি ,প্লিজ একবার তাদের কাছে এসো,

সেখানে বসে হাজারো হৃদয় 

ভাবনার আশ্রয় 

আর শব্দদের বিছানায় তাদের জড়িয়ে দেখো একমুহূর্ত 

সে এক সঙ্গমের সুখ 

সে এক ভাবনার সুখ। 

সবকিছু বলা যায় না ,অনুভূতিদের বোঝোনো বড়ো কষ্টকর 

ছড়ানো ছেটানো হাজারো বুকস্টল ,হাজারো কবির হৃদয় 

আজও তোমার অপেক্ষায়। 

.

(যারা এখনো যায় নি ,প্লিজ ঘুরে এসো আন্তর্জাতিক কলকাতা  বইমেলা ২০২২ ।) 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...