Sunday, March 13, 2022

হৃদয়পুর

হৃদয়পুর 
... ঋষি 
.
এখনও মাঝে মাঝে হৃদয়পুরকে খুব মনে পড়ে
কলকাতার লোকেরা হাসবে শুনলে, বিশ্বাস করবে না
এই গ্রহে হৃদয়পুর বলে কোন জায়গা আছে। 
মনে হয় ওই তো হারুনদা এখনও বসে আছে মিষ্টি নিয়ে হাটে
ওই তো পলাশদা বাঁশি বাজিয়ে বাঁশি বিক্রি করছে
আচ্ছা এখনও বোধহয় পালেদের সেই ভাঙা বাড়িটা আছে?
আর আছে সেই দালানের গাছের গুড়িতে র + ম লেখা? 
বোধহয় শ্যাওলায় ঢাকা পড়ে গেছে সব। 
.
অর্জুনগাছ নিয়ে যে কবিতা লেখা যায় 
একবার অমিতাভ লিখে দেখিয়েছিল, 
হৃদয়পুরে বৃষ্টির স্বাদটাই আলাদা
জিভ বার কর, জিভ বার কর,,,,,,  মনে পড়ছে অসীমা,
তোমাকে আরও নিঁখুত হতে হবে 
চলে এলাম শহরে। 
.
সেই শেষবার অমিতাভকে দেখেছিলাম মাঠের উপর
সে বলেছিল, তুই আর আসবি না, তাই না? 
সত্যি আর যাওয়া হয় নি 
হৃদয় পুর, 
স্ত্রী,পুত্র, পাকা বাড়ি আঁকড়ে একটা পুরো জীবন
একটা যেন শেষ, 
.
আজ আমার বড় চিন্তা হয় অমিতাভ এখন কি করে?
আমার মত সেও হারিয়ে ফেলে নি তো আপজন 
সেও আমার মত কোন বৃদ্ধাশ্রমে নেই তো?  

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...