Thursday, March 31, 2022

মা বলে ডাকতে ইচ্ছে হয়

 মা বলে ডাকতে ইচ্ছে হয় 

.. ঋষি 


সীমাহীন আদরের আঁচল 

মাকে মনে পরে খুব 

গরিবের গলি ,গরিবের অলি ,হৃদয়ের গলি 

সব গুলিয়ে যাচ্ছে 

ক্রমশ খেরো পাতায় লেখা হচ্ছে শুকনো গ্রীষ্মের রাস্তা 

মা বলে ডাকবো আরেকবার। 

.

নারীরা নারী হতে পারে ,নারীরা মা 

কিন্তু মা কখনো নারী নয় ,নাড়ি 

মাটির টান 

ভালোবাসার গান 

আজ অবেলায় ছুটে যেতে ইচ্ছে করে মায়ের বুকে 

মা সমুদ্রের কাছে প্রশ্ন করেছি তোমায়। 

.

অগোছালো ভাবনা 

ছেঁড়া বুকের আঁচলে আটকানো মমতা 

সময় দুর্বল 

সব ফেলে আসা ,সব বলে আসা ,গভীরে ভালোবাসা 

সীমাহীন আদরের আঁচল 

মাকে খুব মনে পরে ,মা বলে ডাকতে ইচ্ছে হয়। 

সবকিছু লেখা হলো 

মাকে নিয়ে লেখা হলো না কখনো 

সবকিছুই মোটামুটি পাওয়া হলো 

সম্পর্ক ,জ্ঞান ,শহর ,অভিজ্ঞতা 

কিন্তু কেন যে মনে হয় মাকে ঠিক পাওয়া হলো না 

কেন যে মনে হয় মার সাথে পাশাপাশি হাঁটি হলো না। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...