Sunday, March 27, 2022

হাসি কান্না

 হাসি কান্না 

... ঋষি 


কেউ হাসালে হাসতে হবে 

কেউ কাঁদালে কাঁদতে ,

কেউ যদি  মরে যায় ,যদি চোখে জল না আসে 

সকলে প্রমাণপত্র চাইবে ,সকলে বুঝতে চাইবে সম্পর্ক 

ক্যারেন্ট এফেয়ার্স থেকে প্রশ্ন আসবে 

ভালো নেই বুঝি ?

.

তাই প্রমান করতে হবে 

এক হাঁড়ি জল জমিয়ে প্রমান রাখতে হবে আমি দুঃখী 

কিংবা খেজুর রসে মজে গিয়ে দাঁত বের করতে হবে 

কি বলেন ,প্রমান তো রাখতে হবে ,

হেসে গড়িয়ে পড়া ঝুল জমা মনে 

এই লোকগুলো  ঠিক মনে করাবে সুখ ,না হলে দুঃখ। 

.

মাঝে মাঝে মনে এইভাবে রাংতায় মুড়ে সম্পর্ক শব্দটা অপ্রয়োজনীয় 

মনে হয় জোকার সাজিয়ে এই লোকগুলোকে ছেড়ে দেব নকল শহরে 

তারপর দেখবো তারা কতটা কাঁদে 

কতটা হাসে ,

সম্পর্কের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে বলবো 

ওই যে তাজমহল হাসছে 

নিজের  ভাবনাদের সৎকার করে কাটিয়ে দেব আলুসিদ্ধ জীবন 

বাকি জীবন 

যাতে একদণ্ড শান্তিতে হাসতে বা কাঁদতে পারি। 

 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...