Thursday, May 2, 2024

বোবা শহর

ইচ্ছেদের খুন করতে পারাটা শিল্প
চোখ থেকে মানুষের বিশ্বাস সরে গেলে শব্দরা বোবা
আর বোবা মানুষের কাছে সবটাই অবান্তর,
সময় আর অমাবস্যা ধুয়ে ঝুপড়ির নিচে অনবরত জন্ম
এই শহরে লোকসংখ্যা বাড়ে
তার থেকেও গতিতে বাড়ে বোবা মানুষের সংখ্যা। 
.
উড়ন্ত শৈশব, মহাজাগতিক গান, প্রথম চুমু
এক একটা তাবড় শূন্যতা,নিরুপায় বোবা আর্তনাদ
প্রথম সংহতি, প্রথম বিসর্জন, 
মায়ের কোলে ঘুম পাড়ানি গান, ব্রেড এন্ড সোল
সবটাই এই শহর জানে
তবুও মানুষগুলো অতিরিক্ত বলতে ভাবতে নিজেরাই বোবা হয়ে যায়। 
.
সব কিছু চুপ তখন 
চুপ নিয়ম করে সংসার, চুপ ভাতের থালায় ঘাম 
চুপ বাস,ট্রাম , চুপ স্বপ্নগুলো স্থির 
অনন্ত প্রশ্নোত্তর, নিজের ভিতর কোলাহল, 
এভাবে সময়ের থেকে বসন্ত চাঁদ হারিয়ে যায় 
তারপর শহরের উষ্ণতম দিনে
শরীর থেকে গড়ানো ঘাম বুঝিয়ে দেয় " খিদে পায় "
বাকি সব মিথ্যে। 
.
বোবা শহর
.. ঋষি 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...