যার জন্য আমি আজ চড়াই পাখি
কিছুতেই স্থির হতে পারছি না নির্দিষ্ট কোনো ভাবনায়
শুধু তিড়িংবিড়িং ,শুধুই এখন থেকে ওখানে
তার একটা আদরের নাম ছিল ,
পাহাড়ের সামনে দাঁড়িয়ে চিৎকার করে দেখেছি সেই নাম ধরে
কিছুই ফিরে আসে নি ,শুধুই প্রতিধ্বনি ছাড়া।
.
কোনো একদিন ,শুধু সারা দিন, শুধুই সে ছিল
আচমকা অসংখ্য ছুতো ,আচমকা বৈদ্যুতিক তরঙ্গ
তার চোখের ঝিলিকে এক প্রস্থ সংসার
সবকিছু আজ কেমন বেমানা ,বত্তিমিজ এক ভাবনা।
আজ শুধু এক মুঠো প্রশ্রয়ের থেকে উথালপাথাল নীরবতা
জানি না কি নাম দেবো এর
সে নামে আবার ডাকবো কিনা ?
.
বারংবার প্রতিটা আলাপ কখন যেন প্রতি মুহূর্তের কবিতা হয়ে গেছে
বারংবার অনভ্যস্ত ভুলে আমি হারিয়ে ফেলেছি রাস্তাঘাট
তবু রাস্তার পাশে সেই গাছগুলো রয়ে গেছে
জানি না কি নামে ডাকবো গাছগুলোকে।
আমাদের জীবনটা বারংবার বাঁক নিয়ে
অসংখ্য জীবনের মোড়ে ,অসংখ্য মাইলফলকে
আজ শুধু কবিতা হয়ে রয়ে গেছে
জানিনা কি নাম দেবো এই কবিতার।
.
বেনামী কবিতা
... ঋষি
No comments:
Post a Comment