মানুষের আসা -যাওয়ার মাঝে একটা দমবন্ধ ঘর
কাল যে এসেছিল কিংবা আজ যে বা যারা আসতে চায়
কোথাও কি বড্ড মায়া ?
ইদানিং তোমাকে ভালো রাখতে গিয়ে বারংবার সুর ভুলে যাই
তোমার কাছে যাওয়া রাস্তাটাই ভীষন কাদা ,
কাদা মাখি ,বৃষ্টিরা অসময়ে ঘর ভেঙে আমাকে ভিজিয়ে যায়
তুমি নিশ্চয় কান পেতে আমার বুকে শুনতে পাও
একটা ভালো থাকার গল্প।
.
জানি না মানুষ বুকের ভেতর কী নিয়ে ঘোরে?
একটা পুরনো বাড়ি ,শ্যাওলাধরা উঠোন ,অনেকটা অন্ধকার
রাস্তা দিয়ে পায়ে হেঁটেই সকলেই বয়সের সাথে সহবাস করে ওই পুরনো বাড়িটাতে।
তোমাকে দেখলে ইদানিং বুঝতে পারি সযত্নে ক্ষত ঢেকে হাসতে পারে মানুষ
আসলে মানুষ বোধহয় জিতে গেলেই আবার হারতে চায়
কিংবা হারাতে চায় নিজের অজান্তে সুইচ অন করা স্বপ্নগুলো
তখন বারুদের ঘরে নিজের অজান্তেই মানুষ বেঁচে থাকে।
আসলে মানুষের যাওয়া - আসা একটা অদ্ভুত টানাপোড়েন
আচমকা এক দুপুরের তোমার ফেরার ট্রেনটা সময় মতো স্টেশনে আসে
আবার অন্য একদিন তুমি বাসের জানলায় বসে আমাকে ভাবো
আমি অবাক হই না মোটেই ,
সত্যি তো মানুষের ইচ্ছেরা কখনো কাঁদতে চায় না
তবুও জলের দাগ গড়িয়ে নামে মায়ার মতো আমাদের পুরোনো বাড়িটার দেওয়ালে
আমি সেই চোখের জলটুকু আগলে রাখি তোমায় ভেবে
তোমার মুখোমুখি বসে থাকি সারাক্ষন
আর নিজের পাঁজরের খাঁজে লুকিয়ে রাখি আমার তুমিটাকে।
.
ভালো থাকার গল্প
... ঋষি
No comments:
Post a Comment