জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে
সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি,
শুধু টস করা জীবন
কয়েনের দুপাশে আমি ছিলাম জানা হয় নি
জানা হয় নি জীবনের হারজিত সবটুকুতেই আমিই ছিলাম।
সত্যি জীবনকে কিংবা তোমাকে থ্যাংকইউ বলা হয় নি প্রতিটা পাওয়া না পাওয়ায়
বলা হয় নি নিজেকে আজকের দিনটা কালকের নয় শুধুই আজকের।
.
এই গোলকের সাজানো সম্ভারে হাজারো সুখ
সত্যি তো দুহাতের মুঠোয় ধরা যায় না,
আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ে জন্ম, আশ্রয়, মিথ্যা
শুধুই তো নষ্টদের আঁকড়ে এতদিন।
সত্যি তো দুদন্ড দাঁড়ায় নি কোন শব্দের পাশে
কখনো তোমার পাশে আজকের মতো দাঁড়াতে পারি নি
পারি নি লিখতে কবিতার পাতায় একটাও শব্দ
যেখানে মানুষের জীবন কোন প্রশ্ন নয়
শুধু উত্তর ভালো থাকা।
.
প্রত্যেক মানুষের ভিতর আসলে আঁকার সরঞ্জাম রাখা থাকে
অথচ মানুষকে বড্ড বেশি টানে ওই কালো রংটা,
মানুষ কিছুতেই বোঝে না ওই ক্যানভাসটাই জীবন
যেখানে তোমার প্রতিদিন।
মানুষের ষড়রিপুগুলো আসলে তুলির টান
তুমি কেমন আঁকবে জীবন সেটা মানুষেরি হাতে,
আসলে সত্যিই এই পৃথিবীতে খারাপ, ভালো, সুখ, দু:খ বলে কিছুই নেই
তুমি যেমন করে দেখতে চাইবে জীবন
জীবন তেমনি।
.
সত্যি তো এমন করে ভাবা হয় নি
.. ঋষি
ক্যায়া বাত এবার তুমি সত্যি স্রষ্টা সত্যি রাজা
ReplyDelete