Saturday, May 11, 2024

বৃষ্টি ভেজা শহর

এ শহরে বৃষ্টি এলেই তুমি আসো
সাথে নিয়ে আসো তোমার স্পর্শদের
বৃষ্টির স্পর্শে থেকে যায় পুঞ্জমেঘ আর আধখাওয়া জীবন।
আমি অকারণে ভিজতে ভালোবাসি বরাবর
অথচ আমার নষ্ট বালিশে, বিছানায় থেকে যায় মৃত্যু ঘোর
এক বিষন্ন বিকেলের কবিতায় একলা যখন মেঘলা আকাশ
তখন ভীষণ একলা বৃষ্টি ভেজা আমার শহর।
.
মৃত্যুর রঙে মৌনতা 
বৃষ্টির রঙে বিষন্নতা
যেখানে বৃষ্টি ছাড়া ঈশ্বর ও সৃষ্টি বিমুখ
সেখানে  অসময়ের বৃষ্টিতে কেমন একটা শূন্যতা,স্তব্ধতা।
আমি বরাবর অবাক হতে চেয়েছিলাম
অথচ দূরন্ত এলোমেলো হাওয়ায় অপলক তুমি
সদ্য স্নান সেরে উঠেছো আর আমি বৃষ্টি ভেজা। 
.
এ শহরে বৃষ্টি এলেই তুমি আসো
ভাগ্যিস আমি বৃষ্টিকে ভালোবেসেছি 
তাই অপেক্ষার মেঘে ঢাকা এশহরে ক্রমাগত রিমঝিম।
ভাগ্যিস আমার নিষিদ্ধতার কোন আকাশ নেই 
তাই বোধহয় ভুলতে চাইছি তোমায় 
তাই তোমার স্পর্শরা ক্রমশ পুরনো তারিখ
আর স্পর্ধারা ঈশ্বর। 
.
বৃষ্টি ভেজা শহর
..ঋষি 







No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...