Friday, May 31, 2024

তথাস্তু

সময়ের কাছে ভালোবাসা ইদানীং চিবানো চুয়িংগামের মতো

মানুষের ঠোঁট থেকে ঠোঁট, হাত থেকে শরীরে নিসপিস তারপর জামা কাপড়ে, চটি, জুতো সর্বত্র,

বিপরীত লিঙ্গের দুটো মানুষ

হঠাৎ সকাল সকাল  লাইব্রেরিতে হারিয়ে যায় 

তারা ভাবে সারাদিন ফড়িং এর কবিতা লিখবে

শরীর তো নেই শুধু চোখে, চোখে, পাপ তো নেই ভালো লাগায় 

তারপর টেবিল থেকে ভেসে আসা একটা রেশম রেশম গন্ধ এলোমেলো করে দেয় সব। 

.

সময়ের কাছে ভালোবাসা একটা পাংচার সাইকেলের মতো

চড়ে বসলেও মুশকিল, ঠেলে নিয়ে গেলেও মুশকিল

কি করলে যে ভালো হয়, কিছুতেই বোঝা যায় না।

পরশু রাতে স্যোসাল ইনবক্সে আলাপ হওয়া মেয়েটি বললো, চলো কাল বিকেলে মিট করি, 

ডুব মারি কফি পুকুরে।

যাওয়া উচিত কি না, ভাবতে ভাবতে যখন সকাল থেকে বিকেল  হয়ে যায়,

মন বলে দেখিই না কফি কাপে মন ভাসে কিনা। 

.

সময়ের কাছে ভালোবাসা মানুষের মোটা কাঁচের চশমাটার মতো

খুব, খুব প্রয়োজনীয়

চশমার এপাশে সময়, ওপাশে ঝাপসা

মানুষ হাতড়ায়, গলায় দড়ি দিতে যায়,

হঠাৎ মনে পড়ে নীল, মালতী, উৎপল কিংবা বিপরীত লিঙ্গের মানুষটার কথা।

ওর চোখ, ঠোঁট, বুক, চুল, হাসির কথা

সময় কিছুতেই মরেও মরতে পারে না 

মানুষ মরে কিংবা মরে বাঁচে 

ভালোবাসায় তথাস্তু কাম কিংবা মুক্তিতে।

.

তথাস্তু

.. ঋষি 

No comments:

Post a Comment

গালাগাল

কাল রাতে নবারুণ স্যার স্বপ্নে এসে উদোম গালাগাল দিল  বললো হতভাগা ,তুইও ? গালাগালগুলো তোমার মুখেও অবিকল একইরকম শুনেছিলাম  তাই ঘাবড়ায় নি মোটেও ...