Tuesday, May 7, 2024

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে
সেটা সম্পর্ক না ,
সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম 
যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না 
যেখানে ঝগড়া থাকে ,মন কষাকষি থাকে ,দোষারোপ থাকে 
কিন্তু সবটাই নিজের থাকে,বাজারে নয় । 
.
যখন তুমুল প্রতীক্ষিত কালবৈশাখী ,তুমুল বৃষ্টি 
একলা বৃষ্টিতে দাঁড়িয়ে এই শহরটাকে বড্ড কাছের মনে হয় 
মন কাঁদে ,কাঁদে বুকের পাঁজরে মহূর্তরা ,
কিন্তু যারা পারে ,তারা পারে সময়ের ফাঁকে টাইমপাস 
কিংবা হঠাৎ কাছে আসায় নিজস্ব জানলায় বৃষ্টি দেখতে 
হঠাৎ নিজেকে বদলে সময়ের সাথে চলতে। 
.
বারংবার যাওয়া-আসা যেখানে থাকে 
সেটা কখনোই সম্পর্ক না 
সম্পর্ক হলো একলা রাস্তা যেখানে হাত ধরে এগোনো 
পাশে থাকা 
একটা উপস্থিতি ,আমি আছি। 
কিন্তু যারা পারে তারা পারে সম্পর্ককে অকশনে তুলতে 
হঠাৎ হাত ধরতে কিংবা ছাড়তে 
সম্পর্ককে শুধুমাত্র একটা অপশনে রাখতে
কিংবা দেশলাই জ্বেলে কেরোসিনে সহযোগে জ্বালিয়ে দিতে । 
আসলে সম্পর্ক কারোর কারোর কাছে একটা সংখ্যা মাত্র 
একটা তুলনা অন্য সম্পর্কের সাথে 
সেখানে ক্ষমা নেই ,নেই অপেক্ষা 
যেখানে কোনো মানঅভিমান নেই 
শুধু পাওয়া ,শুধু চাওয়া ,একসাথে পথচলা নেই 
স্বপ্ন........না নেই । 
.
সম্পর্ক 
... ঋষি

No comments:

Post a Comment

দিবারাত্রির কাব্য

আচ্ছা সত্যিকারের  ভালো আছি বলাটা এতটাই কি কঠিন  ? উত্তরের জানলা দিয়ে আচমকা ঢুকে পরে এক আঁচলা গরম হাওয়া উপলব্ধির ভাষা,ভাসতে থাকা ...