Monday, May 13, 2024

অগোছালো কবিতা

কেউ পাখি হয়ে গেছে
কেউ আকাশের নিচে পৃথিবীতে খুঁজে নিচ্ছে ল অফ এট্রাক্সন
অথচ এই শহরের খাঁচায় বন্দি ভাবনা 
তোমার ব্লাউজের ক্লিভেজে আটকে আছে,
সকলে আটকে আছে ধুরন্দর ক্লিওপেট্রার গল্পে
আশ্চর্য সেই মৃত্যুতে। 
.
এমন ভাবনায় আসা যায় নাকি ? 
কই ভাবিনি তো পাতার পোশাক পড়েও কেউ কেউ অনবদ্য হয়, 
ডেটিং শব্দটা প্রথম লক্ষ্য করি সুনীল বাবুর লেখায় এরকম অগোছালো কবিতায় মিশর আসা স্বাভাবিক  মিশর মানে বালি, বালির শহর তাই তো
ঘড়ির তো কাঁটা ছিল না কোনদিন, শুধু বালি 
নিস্তব্ধে সরতে থাকা। 
.
একটা ঘামে ভেজা লাল হতে থাকা মুখ, এলোমেলো চুল 
আমার রুমালে তোমার অবাধ্য ঠোঁটের গন্ধ 
তবু ডাক আসে,হেঁটে যাওয়া সন্ধ্যের ট্রেনে মারাত্মক ভিড় 
কি স্বাভাবিক ? 
কি সাবলীল পরের স্টেশনের অপেক্ষা মানুষের
নেমে যেতে চাইলেই কি যাওয়া যায়? 
কলকাতা থেকে মিশরের ভূগোলে একটা অপ্রিয় সত্যি
এশহরের জাদুঘরে মমিদের বাস
অথচ ক্লিউপেট্রা একটা লুকোনো সত্যি সকলে জেনেও
হায়ারোগ্লিফিক ভাষাটা শেখে না এশহরের মানুষ। 
.
অগোছালো কবিতা
ঋষি 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...