এখনো প্রশ্নগুলোই বুঝতেই পারি নি
উত্তর কি দেব খুঁজে পাই নি ,
একটা অতৃপ্তি আটকে বিয়াল্লিশ ডিগ্রি থেকে কয়েক ঘটি ঘাম চুবিয়ে
শহরের খুব সাধারণ নাগরিক আমি ,
আমার কাছে যে এখনো পোলার বেয়ার একটা স্বপ্ন
অথছ গুণিতকে একটা মৃতপ্রায় অর্থনীতি আহ্নিক করে স্বপ্ন ডুবিয়ে।
.
এদিকে বৈশাখ পেরিয়ে জৈষ্ঠ্যের তরমুজে কেমন যে কৃত্রিমতা
তথ্যচিত্র ভিত্তিক ছবিতে নির্বাচন বিভাগের আঙুলের ছাপ প্রায় শেষ
এখনো উত্তর পাই নি সত্যি কি জিতে যাওয়া ছাপের জোর
না ছাপানোর ,
নাকি তরমুজের লাল রঙের ভয় ?
সত্যি তো ভয় এখন জ্বলন্ত একটা প্রশ্ন
থার্মোমিটারের পারদে প্রতিদিনটা আসলে একটা বাঁচতে চাওয়া।
.
তবুও বেপরোয়া ঘাসগুলো মাথা তুলেছে এ শহরে ট্রামলাইন বরাবর
তবুও ওদের চকচকে সবুজ শরীরে লাগে কাদার ছিটে, পোড়া মবিল
ছুটন্ত গাড়ি থেকে ভেসে আসা কার্বন মনোক্সাইড সারা গায়ে মাখে ওরা
তবুও এ শহরে এখনো সবুজগুলো মরে নি
আসলে মারতে পারে নি শাসন।
শাসন আর শোষণের মাঝখানে একটা ক্লান্ত রাস্তা
গণতন্ত্র ,প্রজাতন্ত্র ,লোকতন্ত্র ,কমিউনিজম ,নারীবাদ ,নারীতন্ত্র
সব কেমন ঘাড় ধাক্কা খাচ্ছে ,মুখ থুবড়ে পড়ছে
প্রেমিক,পুরুষ ,নাগরিকত্বের গালে সজোরে এক থাপ্পড়
প্রশ্নগুলো তবু বুঝতে পারছি কই
তাই উত্তরগুলো কেমন যেন ঠোঁটে এসেও আটকে যাচ্ছে
ছাপাখানার সাংস্কৃতিক সংস্কার আটকানো যাচ্ছে কই ।
.
প্রশ্নোত্তর
... ঋষি
No comments:
Post a Comment