Sunday, May 12, 2024

খেলা

খেলা বেশ জমে উঠেছে 
বেশ জমিয়ে দুঃখের বৃষ্টি হচ্ছে পাহাড়ের ওপারে 
মেঘ চাইছে তোমার কাছে পৌঁছতে 
তোমার বৃষ্টিগুলো নেবে বলে ,
অথচ শেষ বৈশাখের রোদে মানুষের একলা শহর বোঝে না 
সবটাই একটা  ভালোবাসা ভালোবাসা খেলা। 
.
কেউ চলে যাচ্ছে 
কেউ আবার এগিয়ে আসছে স্পষ্ট চোখের ভাষায় 
আর কি ,অনেকদিন তো হলো 
এইবার না হয় জামাটা বদলে নিও নিজের মতো করে 
আবার ওই বুকের মাঝখানটায় কাউকে নাক ঘষতে দিও ,
জানতাম ভালোবাসা শুধু পাখিদের শোক 
কিন্তু উত্তরের বদলে আজকাল অনেকখানি মিথ্যার মোকাবিলা 
সত্যি বলাটা কি এতটাই শক্ত ছিল ?
.
খেলা 
... ঋষি

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...