Saturday, May 18, 2024

দিবারাত্রির কাব্য

আচ্ছা সত্যিকারের  ভালো আছি বলাটা এতটাই কি কঠিন  ?
উত্তরের জানলা দিয়ে আচমকা ঢুকে পরে এক আঁচলা গরম হাওয়া
উপলব্ধির ভাষা,ভাসতে থাকা  শহরটা আর আমার নয় ,
আমি শুধুই একটা উপস্থিতি মাত্র ।  
জানো তো ইদানিং আর স্তব্ধতার ভাষ্য আমি শুনতে চাই না আর 
ইদানিং আর পোড়া বাড়িটার দিকে তাকিয়ে থাকি না হা করে 
সময়ের অজস্র ফাঁকা রাস্তাগুলো দিয়ে আর একলা আর হাঁটি না
ভাবি না তাহাদের কথা 
বদলে ফেলেছি নিজেকে ভালো থাকায় । 
.
জানি এই ভাষা তুমি বুঝবে না 
কারণ  খালি পায়ে মাটিতে  না হাঁটলে কিছুতেই পাওয়া হয় না সত্যিটাকে ,
পোড়া বাঁশের দেখেছো কখনো 
তুমি ,আমি ,আমরা সকলেই ওই পোড়া বাঁশির মতো 
ভিতরটা ফাঁকা 
শুধু ফুঁ দিলেই বাজতে থাকে দিবারাত্রির কাব্য। 
জানো তো মানুষের অপেক্ষার উপর অসংখ্য ক্লান্ত মুখ ঝুঁকে থাকে 
অথচ কি সত্যি ভোরবেলার কৃষ্ণচূড়া ,
প্রতিদিন সূর্য জেগে ওঠে ,নক্ষত্র খসে পরে কোনো অচিন দেশে 
অথচ কে গ্রাহ্য করে বলো ?
শুধু অন্ধকার সমুদ্র থেকে কুঁড়িয়ে বেড়ানো নিঃসঙ্গতার পোড়া বাঁশির সুর  
মানুষের স্বভাব ,
আমরা প্রত্যেকে  মৃত্যুগামী সকলেই জানি  
তবু  কেন যে আমরা দিন প্রতিদিন মৃত্যুর ঘর করি ?
সত্যি কি ভালো আছি বলাটা এতটাই কঠিন ?
.
দিবারাত্রির কাব্য 
... ঋষি

1 comment:

গালাগাল

কাল রাতে নবারুণ স্যার স্বপ্নে এসে উদোম গালাগাল দিল  বললো হতভাগা ,তুইও ? গালাগালগুলো তোমার মুখেও অবিকল একইরকম শুনেছিলাম  তাই ঘাবড়ায় নি মোটেও ...