Saturday, May 14, 2016

প্রথম আলো

প্রথম আলো
............... ঋষি
=====================================================
একটা সম্পূর্ণ নারীত্বের ভেজা আবদার
নীরবতার বুক ছুঁয়ে অধিকার।
তোকে মনে করাটা কোনো ভাবে আমার অপরাধ না
অপরাধ না তোর চুলে হাত ডুবিয়ে অন্ধকার খোঁজা।
সাহসী কোনো আলিঙ্গনে
তোকে ছোঁয়া ,,এক শিহরণ ,,অবুঝ প্রেম।

অনেক ভেবেছি
তবু কারণ পাওয়া হলো না আমার।
ঠিক কোথাই দাঁড়িয়ে আমি হাজারো বার ভেবেছি ,কেন ?
না কোনো উত্তর নেই।
মাঝে মাঝে মনে হয় হঠাত ওঠা ঝড় আর অকারণে বৃষ্টি দরকার
নিজেকে বদলাবার ,নিজেকে বোঝার।
অনেকটা আকুতি নিয়ে এগিয়ে যাওয়া স্পন্দনটা
বেহিসাবী হলেও ,,হিসেব একটা থেকে যায় নিজের কাছে।
খুব কাছে
সকালে পরে থাকা শিশির ভেজা পবিত্রতা জানে
পুজোর মানে ,,ভোরের প্রথম আলো।

একটা সম্পূর্ণ নারীত্বের ভেজা আবদার
আপ্লুত কোনো স্মৃতিতে ডুবে যাওয়া মুহুর্তদের ভিড়।
একের পর এক বৃষ্টি ফোঁটা যেন
কবিতা পাতা সে কোনো সাহসী আলাপন তোর আমার।
বাঁচার দরকার
ছুঁয়ে থাকা মুহুর্তদের সাথে স্বপ্ন আবেশে নতুন ভোর। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...