Tuesday, May 10, 2016

নিয়মিত ছোঁয়া

নিয়মিত ছোঁয়া
........... ঋষি.
================================================
তুমি ভালো আছ আমি জানি
আমি আছি আমার মত ,আমার স্রোতের আলাপনে।
শব্দ হচ্ছে  বুকের ভিতর ধুকপুক
তুমি হয়তো হাসছো এখন তোমার নিয়মে।
আর নিয়ম
সবটাই অনিয়ম তোমাকে পাওয়া হিসেবের বাইরে।

আমি যাপন বলতে বুঝি
তোমাকে ভাবা।
আমি বাঁচা বলতে বুঝি
এই জীবনে একলা থাকা।
আর তুমি বলতে বুঝি
রক্তের স্রোত ,এক বাহিত নদী ,তিরতির গতি।
আর আমি গতিপথ
এগিয়ে যাওয়া জীবনে।

তুমি ভালো আছ আমি জানি
আমি আছি আমার মত দুহাত বাড়িয়ে তোমার দিকে
আমার বুকের ভাঁজে এক আদিম জঙ্গল
পুড়ে যাচ্ছে ক্রমশ কাছে আশায়।
আর নিয়ম
সবটাই অনিয়ম তোমাকে নিয়মিত ছোঁয়াতে।  

No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...