Friday, May 13, 2016

একটা দূরত্ব

একটা দূরত্ব
.................... ঋষি
==============================================

একটা দূরত্ব তো ছিল
আকাশ আর সমুদ্র মিশে গিয়ে ছাই রঙা বিকেলে।
চারিদিকে এত জল
তবু কেন জানি একটা তৃষ্ণা ছিল চিরকালীন।
সত্যি কি এই ভাবে ভালো থাকা যায়
দূরত্বের মাইলস্টোনে লেখা যন্ত্রণা।

কতটা বিক্ষত হলে
জীবনের প্রতিদিন শুধু বোঝাপড়া হয়।
ঠিক কতটা আহত হলে
জীবন কোনো কফিনবন্দী শরীর মনে হয়।
এই সব কথা নাই বা বললাম
যখন জীবনের  সাজো সাজো রবে অসংখ্য বাঘ বন্দী খেলা।
সম্পর্ক কি শুধু সেখানে অধিকার ?
আজকাল জানতে ইচ্ছে  হয়
সমুদ্রের বালির উপর পরে থাকা তোমার পায়ের ছাপ।
সেটা কি শুধু সম্পর্ক
নাকি অন্য কিছু প্রলোভন আছে সেখানে।

একটা দূরত্ব ছিল
বোবা স্রোতের শব্দে মুছতে থাকা স্মৃতিদের ফাঁকে।
কোথাও একটা সদগতি ছিল
কিন্তু জীবন কি শুধু অভ্যাসে পরে পাওয়া চৌদ্দ আনা।
আমি  পুরো ষোলো আনা চাই
নো ডিসকাউন্ট ,নো কোনো নিয়ম সেখানে। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...