Friday, May 6, 2016

তবে মুক্তি

তবে মুক্তি
................ ঋষি
=============================================
উদ্দাত্ত কন্ঠে ভদ্রলোক গেয়ে চলেছেন
সেই ভালো ,সেই ভালো ,আমারে না হয় না জানো।
এক গাল চাপ দাড়ি ,চোখে জ্যোতির্ময় ছাপানো উচ্ছাস
চারিদিকে গুঞ্জন শুনতে পারছো চলন্তিকা।
তোমার প্রেম ,,আমার প্রেম
মনিমুক্ত সমন্নয় ,,,,রবি ঠাকুর

চলন্তিকা তোমার মাথা দুলছে
দুলছে আমার হৃদয়ের গভীরে অজস্র না বলা গুলো।
প্রেমে পরেছি চলন্তিকা
ঠিক তোমাকে বোঝাতে পারবো না।
এই হাজার শৈশবের ভিড়ে ,পরে থাকা যৌবনের শৃঙ্গের ফাঁকে
প্রেম নিজেই সাবলীল কোনো স্পন্দন।
নির্যাসে ঢুকে থাকা রক্তের রেনু
যদি ফুলের মত ফুটতে থাকে
তবে মুক্তি ,
প্রেম সে যে ওপর নাম।

উদ্দাত্ত কন্ঠ ভদ্রলোকের
আমি নির্বাক শ্রোতার মত নিজেকে নিয়ে গেছি সময়ের অন্তরগর্ভে।
সঙ্গে তুমি ,,না ভুলতে পারি নি গো তোমাকে চলন্তিকা
এক দিন ,সক ঘন্টা ,একমুহূর্ত।
আবার একটা নতুন শুরু রেকর্ড প্লেয়ারে সেই কন্ঠ
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি। ......

No comments:

Post a Comment

.বৃষ্টির ওপারে

সুতরাং, আমি একটি চুক্তি করেছি বৃষ্টির সাথে যেহেতু আমি অনন্ততায় বিশ্বাস করি না সেহেতু এখনই ভিজবো,  প্রকৃতির চিরস্থায়ী নির্দোষতা এবং আধ্যাত্ম...