Sunday, May 8, 2016

শুধু কি আজ

শুধু কি আজ
............ ঋষি
===================================================
শুধু কি আজ ,, " রবিঠাকুর "
সকালের কার্নিশের পায়রাগুলো আজ মুগ্ধ।
পাড়ায় পাড়ায় রবিঠাকুর
হাতে তার ভাতৃত্বের লাল নীল স্পর্শ।
মাইকে ভেসে আসে প্রেমের স্পর্শ
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া. তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।

শুধু কি আজ
সারা পাড়াময় সন্ধ্যের নাটকের সাজ সাজ রব।
শুধু কি এই জন্য তুমি জন্মেছিলে একদিন
যেদিন শুধু তোমাকে মনে করা।
তারপর আবার সেই কাল ,সেই দেশজ বিচ্ছিনতা
রক্তের হলিতে  ভাসতে থাকা মানুষের নালিশ।
স্বপ্ন দেখে আতকে ওঠা
ভিক্ষের মুখে দাঁড়িয়ে আগামী প্রজন্মের মুখে ভীতি।
দেশভাগ, জাতিভাগ ,সময় ভাগ
নতুন দিন ,নতুন সরকার।
ভোটবাজী,রংবাজী ,,সাজানো রঙের মিছিল লাল নীল ফেস্টুনে
শহর মোড়া তুমি রবীন্দ্রনাথ জোড়াসাকো ঠাকুরবাড়ি।
শুধু মাত্র একদিন
তাইনা।

শুধু কি আজ ,,, " রবিঠাকুর "
কাল থেকে সেই ফুটপাথে দাঁড়িয়ে তুমি তামাশা দেখবে।
মনে মনে ভাববে ,কি লিখেছিলাম ?কার জন্য সৃষ্টি ?
শুধু বইয়ের পাতায় তোমার নোবেল গুমড়ে মরছে।
আর কিছুক্ষণ " রবিঠাকুর "
তারপর শেষ তুমি প্রতিবারের মত,মানুষের হিংসায় । 

No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...