Friday, May 27, 2016

বৃষ্টির রিনিঝিনি

বৃষ্টির রিনিঝিনি
.......... ঋষি
=========================================================
বৃষ্টির উচ্চারণ আলস্য বিমূর্ত মুহূর্তে
রিনিঝিনি শব্দদের আচরনে কেমন একটা অদ্ভূত ছাপ
মনখারাপ।
তোর আমার দ্রবীভূত দূরত্বের অদ্ভূত রসায়ন
ভিরাক্ত ঘামে ভেজা মেজাজ
মনখারাপ।

ঠিক ধরেছি বল চলন্তিকা আজ তোর মনখারাপ
কিছুক্ষণ আগের বৃষ্টিটা চাপের ছিল।
চাপের ছিল ওই সময়টুকু জানলার বাইরে অকারণে থেমে থাকা নিত্য জীবন
যেটা অসামাজিক মুহুর্তের থেমে থাকা।
আমি জানি শহর থামতে চাই না নিজের আলোরণে
চারিপাশে থেমে যেতে থাকে ক্রমশ ক্লান্তি
একটা রাত।
নিস্তব্ধ আনারিরা পায়রার খোপে ঘুমিয়ে পরে সাধারণ জীবন
আর আমি তুই জেগে।
কারণ মনখারাপ
আজ সারারাত বৃষ্টি নামুক
হৃদয় ভিজুক আকুল ভাবে।

বৃষ্টির উচ্চারণ আলস্য বিমূর্ত মুহূর্তে
আকাশের বুক চিরে চলে যাওয়া আলোর তীরগুলো সময়ের বুকে
আবার নামল নাকি বৃষ্টি চলন্তিকা।
সময় থেমে যায় মুহুর্তের বোঝাপড়া দামী সম্পর্কের আতর
পোশাকি রঙের শাড়িতে মাকড়সার বাস
ভিজতে চাইছে মন ,,আরো বৃষ্টি ,,আরো।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...