Tuesday, May 24, 2016

সেই মেয়েটা

সেই  মেয়েটা
................. ঋষি
========================================================
সেই মেয়েটা অপেক্ষায় আছে
হিমাঙ্কের নিচে কোনো উষ্ণতার বুক চাইছে পরম আগ্রহে।
 মৃত্যু যে  শুধু স্বপ্নের মত ক্ষনস্থায়ী
তার কি মুক্তি নেই।
অথচ মেয়েটা মুক্তি চাইছে চারিদিকে জমে ওঠা যন্ত্রণা
আর নিজের গভীর প্রেমে।

এই ভাবে সে পথ হাঁটতে
শহরের পথে ফ্রক ছেড়ে সময়ের আটপৌরে গৃহস্থলিতে সামাজিক সে।
অথচ মেয়েটা অসামাজিক
চারিদিকে জমজমাট শরীরের বাজারে মেয়েটা প্রেম খুঁজছে।
খোঁজে প্রতিদিন নিজেকে নিজের আয়নায়
একটা শীতল বুক,
আরো গভীর কোনো যাচনায় মেয়েটার কাঁচে আয়না।
তার সিঁথিতে মোটা করে সিঁদুর
কপালে,চোখে কালো টিপ
আর আছে ভোটার কার্ড ,সামজিক পরিচয় ,নিজের ঠিকানা।
কিন্তু মনের ঠিকানা
মেয়েটা একটা ঠিকানা খুঁজছে নিজেকে পাবার।

এই ভাবে শহর ছেড়ে মেয়েটা হাঁটতে হাঁটতে আজ সবুজে
চারিদিকে শিশিরের পায়ে পা মিলিয়ে মেয়েটা পালাচ্ছে।
সামনে খোলা একটা শীতল বুক
তার মুক্তি।
ঘুম ভেঙ্গে যায় মেয়েটার
নিজের তলপেটে একটা সাপ জড়িয়ে ধরেছে। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...