Friday, May 20, 2016

তুমুল বৃষ্টি

তুমুল বৃষ্টি
............... ঋষি
==============================================
গোটা একটা রাত যেমন কেটে যায়
বাইরে তখন বৃষ্টি।
তুমুল কোনো বৃষ্টি ফোঁটাগুলো অসময়ে আছড়ে পরে
বুকের কান্ডারী জানে সেই সব কথা।
আমি ভিজি ঠিক রোজ রাতে
বাইরে তখন বৃষ্টি।

জানলা ,দরজা কেউ কোত্থাও নেই
আকাশ থেকে স্নেহের মত শীতল বিন্দুগুলো বড় পরিচিত লাগে।
আমার আশেপাশে কেউ কোত্থাও নেই
না ফুরোনো এই রাতের সাথে।
কেউ বোধহয় বারান্দায় এসে  দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়
তাকিয়ে থাকে বৃষ্টি ভেজা পথের দিকে।
স্ট্রিট লাইটের আলোগুলো কেমন মায়াময় লাগে
কোথা থেকে ঘোর ভেঙ্গে যায়।
অকারণে কুকুর ডাকে
সামনে শেষ না হওয়া রাত
তুমিও হয়তো আমার মত  জেগে।

গোটা একটা রাত যেন বৃষ্টি ভেজানো সম্বল
বাইরে তখন তুমুল।
অলিন্দের খোপগুলোতে আঁকড়ে থাকা স্পন্দন  প্রথাগত
অথচ বুকে কান্ডারীরা জানে সেই সব কথা।
তবু এই শেষ না হওয়া ভিজে রাত
বাইরে তখন তুমুল বৃষ্টি। 

No comments:

Post a Comment

.বৃষ্টির ওপারে

সুতরাং, আমি একটি চুক্তি করেছি বৃষ্টির সাথে যেহেতু আমি অনন্ততায় বিশ্বাস করি না সেহেতু এখনই ভিজবো,  প্রকৃতির চিরস্থায়ী নির্দোষতা এবং আধ্যাত্ম...