Wednesday, May 18, 2016

নষ্ট মেয়ে

নষ্ট মেয়ে
.................. ঋষি
===============================================
ঠিক কতবার মৃত্যুর পর প্রতিবাদ
ঠিক কতবার মৃত্যুর পর প্রকৃতিতে বৃষ্টি নামে।
চৌরাস্তায় দাঁড়িয়ে মেয়েটা চিত্কার করে
আয় বৃষ্টি ঝেঁপে ,,ধান দেবো।
না  বৃষ্টি আসে নি ,,বৃষ্টি আসবে না  ,,,,,
তুমুল ঝড় আর মেয়েটার জ্যান্ত পোড়া অন্তর।


দূর আকাশের দিকে তাকিয়ে ,,মেয়াটা
লুব্ধক সরতে থাকে ক্রমশ সত্যি থেকে দূরে।
জননীর সর্বত্র জুড়ে ,,,,পিতার পরিচয়ে
কালো কালি।
মেযাটি যোনিজ ,,,নির্বাক
না ফোঁটা ফুল সর্বদা নাস্তিক হয় ,,সমাজ ব্যবহ্রত অথচ বিমুখ।
ঈশ্বর চ্যুত রাতে
প্রকৃতি সামনে দাঁড়ায় রোজকার মত।
ছিন্নমস্তক অবলীলায় ভেসে যায় রক্তাক্ত আঙ্গিনায়
প্রতিদিন ,,প্রতিরাতে ,,,,মারাত্নক খিদে।

ঠিক কতবার শরীর হলে
শরীর নষ্ট হয় ,,,একবার ,,দুবার ,,বারংবার ,,প্রতিবার।
প্রতিবাদ দাঁড়িয়ে থাকে রাস্তায়
না মরা যন্ত্রনার একলা আকাশের বৃষ্টি খোঁজে।
আয় বৃষ্টি ঝেঁপে ,,,জীবন দেবো মেপে
চুপ ,, নষ্ট মেয়ে।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...