Tuesday, May 10, 2016

বাড়তে থাকা অধিকার

বাড়তে থাকা অধিকার
................. ঋষি
==================================================
সুখ আর শোচনার মাঝে তফাত কি ?
নিরুদ্দেশে হাঁটার মত।
কিংবা ধর সাইকেল চালিয়ে ক্রমশ সাইকেলের ঘন্টার শব্দ
যেটা দূরত্ব।
ঠিক একটা দূরত্ব থেকে যায় সুখ আর শোচনার ফাঁকে
বাকিটুকু বাড়তে থাকা দুর্বলতা।

আমি বলি নি পুরুষ মহত্তম
কিংবা আমরা হেঁটে যেতে পারনি চলন্তিকা তোমার  সিঁথির লাল রক্তে।
আসলে আমরা শরীর ধরতে পারি
কিন্তু হৃদয় ,চলন্তিকা চেষ্টা করি শুধু খুঁজতে থাকি পাগলের মত।

অসুখ থেকে দূরে শুয়ে থাকা মনের অসুখে
আজকাল আবোলতাবোল যত হসপিটালের বিছানা মনে পরে।
মনে পরে জন্মকে যেখানে আজন্মের অধিকার
না মা ডাকতে পারি না আজকাল চলন্তিকা।

সুখ আর শোচনার ফাঁকে তফাত কি ?
এক দেওয়াল উচ্চতা।
মাকড়সার মত বাইতে থাকা হৃদয়ের রক্ত কনিকায়
নীল রক্ত ,পচা রক্ত ধাববান ,
চলন্তিকা মনে হচ্ছে আমি হেরে গেছি নিজের কাছে
যেদিন সত্যি হৃদয় ধরতে গেছি।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...