Friday, May 20, 2016

হারানো শৈশব

হারানো শৈশব
............. ঋষি
=================================================
একমনে প্যাস্টেল ঘষা সময়ের সাথে
রঙিন আমি আর তুমি।
মাঝখানে সময়ের মত কিছু ব্যবধান হয়তো জীবন কুড়ি
সাদা কোনো স্পর্শের মত কাগজ।
ভরে যায় শৈশবের আনাগোনায়
পিছনে ফেলে রাখা রিবন আর হাফ চকলেট।

আমি কতটা তাকিয়েছি তোমার দিকে
তুমি কতটা।
ঠিক কতটা বুঝেছি শৈশব তোমাকে কাছে থেকে
হামাগুড়ি পায়ে হাঁটা জন্ম ,মৃত্যু।
ঠিক কতটা বুঝতে পেরেছি আলাদা করে
নিজের ভিতর বাড়তে থাকা চারাগাছে আমাদের শৈশব।
ফুরিয়ে যায়
যায় হারিয়ে।
আমি তুমি এই সময়
আর থাকে ,,,,, কিছু যন্ত্রণা।

একমনে প্যাস্টেল ঘষা সময়ের সাথে
আকাশের গায়ে নীল আঁকিবুঁকি।
সময়ের মেঘে সরতে থাকে ক্রমাগত আরো পঙ্কিলতায়
আর জীবন সাদা পাতায় ক্রমাগত রঙিন।
হারানো শৈশব ঠিক কতটা তুমি আর আমি
পিছনে পরে থাকা কাগজের প্লেন আর ছবির বাড়ি। 

No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...