আমার শহর
.... ঋষি
===========================================
কিছু কথা কখনো বদলায় না
যেমন বদলায় না এই শহরের রিংটোনে পুরোনো ব্যস্ততা।
বদলায় না মানুষের কলারে জমতে থাকা সময়ের ঘাম
কিংবা চেনা রৌদ্র।
শুধু বদলায় সময়
আর সময়ে দেখা মানুষের মুখ।
.
এই শহরে বদলায় না কবিতা লেখা
বদলায় না সংস্কৃতি চটকানো বিছানার চাদর।
বদলায় না রোজকার মুখে লেগে থাকা ক্লান্তি
আর বদলায় না মানুষের গভীরে অন্তর্নিহিত বিপ্লব।
বিপ্লব হত্যা হয়েছে এই শহরে বহুবার
বহুবার এই শহরে সত্যির বুকে ঢুকে গেছে ধারালো ছুরি।
অযুত নিযুত বছর সময়ের সাক্ষী আমরা
এই শহরে বিপ্লবীর শহর ,এই শহর সংস্কৃর্তির শহর ,
এই শহর সত্যজিতের ,ঋত্বিকের।
তবু এই শহরের সুখ নেই ,নেই বেঁচে থাকা
আছে স্বপ্ন আগামীর
আর অজস্র মৃত্যু গাঁথা।
কিছু কথা বদলায় না কখনো
যেমন বদলায় নি কোনো এই শহরের কবিতায় সময় লেখা।
তবু এই শহরের প্রেমে বারংবার
আমি লিখি সময়ের কথা।
ভেজানো দরজা ,লুকোনো ব্যাথা
তবু এই শহরের মতো আমিও ক্লান্ত কখনো বেঁচে থাকায়।
.... ঋষি
===========================================
কিছু কথা কখনো বদলায় না
যেমন বদলায় না এই শহরের রিংটোনে পুরোনো ব্যস্ততা।
বদলায় না মানুষের কলারে জমতে থাকা সময়ের ঘাম
কিংবা চেনা রৌদ্র।
শুধু বদলায় সময়
আর সময়ে দেখা মানুষের মুখ।
.
এই শহরে বদলায় না কবিতা লেখা
বদলায় না সংস্কৃতি চটকানো বিছানার চাদর।
বদলায় না রোজকার মুখে লেগে থাকা ক্লান্তি
আর বদলায় না মানুষের গভীরে অন্তর্নিহিত বিপ্লব।
বিপ্লব হত্যা হয়েছে এই শহরে বহুবার
বহুবার এই শহরে সত্যির বুকে ঢুকে গেছে ধারালো ছুরি।
অযুত নিযুত বছর সময়ের সাক্ষী আমরা
এই শহরে বিপ্লবীর শহর ,এই শহর সংস্কৃর্তির শহর ,
এই শহর সত্যজিতের ,ঋত্বিকের।
তবু এই শহরের সুখ নেই ,নেই বেঁচে থাকা
আছে স্বপ্ন আগামীর
আর অজস্র মৃত্যু গাঁথা।
কিছু কথা বদলায় না কখনো
যেমন বদলায় নি কোনো এই শহরের কবিতায় সময় লেখা।
তবু এই শহরের প্রেমে বারংবার
আমি লিখি সময়ের কথা।
ভেজানো দরজা ,লুকোনো ব্যাথা
তবু এই শহরের মতো আমিও ক্লান্ত কখনো বেঁচে থাকায়।
No comments:
Post a Comment