বন্দি আকাশ
.... ঋষি
===========================================
ছুঁতে চাওয়া
শহরের এখন বন্দি স্ক্যাইস্ক্যাপার আর লুকোনো আকাশে।
এই শহরে যন্ত্রনা আছে ,আছে ধুলো ,আছে অনেক লুকোনো অভিশাপ ,
ছোট ছোট জানলা বন্দি আকাশ।
সব মিশিয়ে কেমন একটা দমবন্দ
আজকাল বারংবার মনে হয় এই শহরে মুখোশের বাস।
কোনো আরব্য রজনী থেকে উঠে আসা লালচে শব্দকোষ
আর শহরের লাল কোষে শুধু হাহাকার।
শপিং মল ,পাওনা গন্ডা ,হিসেবের ফুলঝুরি
মিথ্যে ম্যানিকুইনে আটকানো মানুষের লোভ।
সকলেই ছুটছে
ছুটছে শহর যেন কোনো অজানাকে ছুঁতে।
কোথাই থামতে চায় ?
কোথাই সীমানা ?
কোনো বুমেরাংয়ে লেগে
মানুষের বাঁচাগুলো।
ছুঁ
তে
চাওয়া কোনো অনাবিষ্কৃত নিজেকে।
ছুঁতে চাওয়া
ক্যালাইডোস্কোপে ক্রমশ সন্ধিগ্ন আমি হিসেবের গড়মিলে।
এই শহরে মানুষ আছে ,আছে মানুষের কান্না
আছে ধুলোঘর ,হারানোর ভয় ,লুকোনো চোখ।
কিন্তু আরো আছে
মুখোশে লোকানো রোজকার মুখ।
.... ঋষি
===========================================
ছুঁতে চাওয়া
শহরের এখন বন্দি স্ক্যাইস্ক্যাপার আর লুকোনো আকাশে।
এই শহরে যন্ত্রনা আছে ,আছে ধুলো ,আছে অনেক লুকোনো অভিশাপ ,
ছোট ছোট জানলা বন্দি আকাশ।
সব মিশিয়ে কেমন একটা দমবন্দ
আজকাল বারংবার মনে হয় এই শহরে মুখোশের বাস।
কোনো আরব্য রজনী থেকে উঠে আসা লালচে শব্দকোষ
আর শহরের লাল কোষে শুধু হাহাকার।
শপিং মল ,পাওনা গন্ডা ,হিসেবের ফুলঝুরি
মিথ্যে ম্যানিকুইনে আটকানো মানুষের লোভ।
সকলেই ছুটছে
ছুটছে শহর যেন কোনো অজানাকে ছুঁতে।
কোথাই থামতে চায় ?
কোথাই সীমানা ?
কোনো বুমেরাংয়ে লেগে
মানুষের বাঁচাগুলো।
ছুঁ
তে
চাওয়া কোনো অনাবিষ্কৃত নিজেকে।
ছুঁতে চাওয়া
ক্যালাইডোস্কোপে ক্রমশ সন্ধিগ্ন আমি হিসেবের গড়মিলে।
এই শহরে মানুষ আছে ,আছে মানুষের কান্না
আছে ধুলোঘর ,হারানোর ভয় ,লুকোনো চোখ।
কিন্তু আরো আছে
মুখোশে লোকানো রোজকার মুখ।
No comments:
Post a Comment