Wednesday, August 14, 2019

সৈনিক


সৈনিক
..... ঋষি
====================================
মৃত কিছু পর্যায়  জন্ম নিতে চাইছে তোমার জরায়ুতে
বহদিন বাঁশি বাজিয়ে ফিরি নি শহরে
সেই বাঁশিওয়ালা।
শুধু দূর থেকে শোনা গেছে যুদ্ধ শুরুর কান ফাটানো শব্দ
যুদ্ধ রোজকার ,যুদ্ধ বেঁচে বেঁচে থাকা
যুদ্ধ শহরের আয়নায় বদলানো প্রতিফলন ,শুধু উপস্থিতি।

চলন্তিকা যুদ্ধ ফেরত আশিয়ানা
তোমার তরল মধু পান করেছে বহু মৃত্যু ফেরত সৈনিক।
প্রচুর মৃতদেহের সাক্ষী তুমি
সাক্ষী আমি তোমাকে গড়ে তোলা রক্ত মাংসে আমার মানসী।
তুমি তো জানো সঙ্গমশেষে যে গভীর ঘুম আসে
সেখানে অন্ধকার রাত্রি ঘুমিয়ে পরে রূপকথা হয়ে ।
ক্লান্ত সৈনিকের দল ঘরে ফিরে আসে
তোমায় স্পর্শ করে খুঁজে পাওয়া রাতপরী তখন আরব্য সংবাদ 
তুমি তো চিরকালই আশ্রয়ের দ্যুতি।
তারপর আবার সকাল ,আবার যুদ্ধের দামামা ,আবার সাজ সাজ রব
যুদ্ধে চলে সৈনিক ,
পৃথিবীর সমস্ত আগুন তখন বন্দুকের শব্দ ,আকাশ জুড়ে যুদ্ধবিমান
অঝোর রক্ত ঝরে সৈনিকের বুকে।
আবার সকলে একা হয়ে যায়। ....

মৃত কিছু গল্প আজ হঠাৎ আমার বুকে ফিনকি দিয়ে রক্ত
বহুদিন তোমায় ছুঁয়ে দেখিনি চলন্তিকা
সেই স্পর্শ সুখ।
তোমার যোনির থেকে গড়িয়ে নামে তৃপ্ত কাম
কস্তুরিগন্ধে মুগ্ধ অনবদ্যতা
হঠাৎ যুদ্ধ থেমে যায় ,দেখি  তুমি আমাকে জড়িয়ে আদরে । 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...