বৃষ্টির শব্দ (২)
...... ঋষি
==========================================
বহুদিন পর আবার কথা বলা শুরু করেছি
হঠাৎ তোমার কাটাকুটি ছেড়ে
নতুন করে একটা ছবি আঁকতে শুরু করেছি।
সময়ের গল্প
তোমার ট্রেন স্টেশন ছেড়ে আর কয়েক ঘন্টায় মেঘের দেশে।
বহুদিন বৃষ্টি হয় নি এই শহরে
বহুদিন তোমাকে স্পর্শ করে কবিতা লিখি নি।
সময়ের কবিতায় শুধু লিখেছি
আয় বৃষ্টি ঝেঁপে ,জীবন দেবো মেপে।
কলমের নিব বেয়ে যখনি গড়িয়ে নেমেছে রক্তে ফোঁটা
তখনি আমি স্বপ্ন দেখেছি
আমার শহর জুড়ে বৃষ্টি ,পথে এক হাঁটু জল
আমি তুমি নিস্তব্ধ
শুধু বৃষ্টির শব্দ।
আসলে এই বয়সে উল্টো করে বৃষ্টির জামা পরাটা
যেমন ফর্চুনেট ,
ঠিক তেমনি আমার বৃষ্টি ভেজা কবিতারা তোমার আখরোট ঠোঁটে
দাগ ছেড়ে যায়।
যেন ভালোবাসা নিস্তব্ধ কোনো কবিতা
আর বৃষ্টি সেই কবিতায় জমা জল শহরের রাস্তায়।
...... ঋষি
==========================================
বহুদিন পর আবার কথা বলা শুরু করেছি
হঠাৎ তোমার কাটাকুটি ছেড়ে
নতুন করে একটা ছবি আঁকতে শুরু করেছি।
সময়ের গল্প
তোমার ট্রেন স্টেশন ছেড়ে আর কয়েক ঘন্টায় মেঘের দেশে।
বহুদিন বৃষ্টি হয় নি এই শহরে
বহুদিন তোমাকে স্পর্শ করে কবিতা লিখি নি।
সময়ের কবিতায় শুধু লিখেছি
আয় বৃষ্টি ঝেঁপে ,জীবন দেবো মেপে।
কলমের নিব বেয়ে যখনি গড়িয়ে নেমেছে রক্তে ফোঁটা
তখনি আমি স্বপ্ন দেখেছি
আমার শহর জুড়ে বৃষ্টি ,পথে এক হাঁটু জল
আমি তুমি নিস্তব্ধ
শুধু বৃষ্টির শব্দ।
আসলে এই বয়সে উল্টো করে বৃষ্টির জামা পরাটা
যেমন ফর্চুনেট ,
ঠিক তেমনি আমার বৃষ্টি ভেজা কবিতারা তোমার আখরোট ঠোঁটে
দাগ ছেড়ে যায়।
যেন ভালোবাসা নিস্তব্ধ কোনো কবিতা
আর বৃষ্টি সেই কবিতায় জমা জল শহরের রাস্তায়।
No comments:
Post a Comment