Friday, August 9, 2019

শহর

শহর
..... ঋষি
=============================================
অন্ধকার ঘিরে আসছে চারিপাশে
তোমারও কি চিৎকার করতে ইচ্ছে করছে আমার মতো।
বলতে ইচ্ছে করছে সত্যিগুলো
শহরের উপর দিয়ে চালিয়ে দিতে ইচ্ছে করছে বুলডোজার।
তোমারও কি আমারি মতো
নিজের আয়নায় মুখ লুকোতে ইচ্ছে করছে।

গল্প লিখছে শহর দিন ,রাত ,ঋতুবদলের
মানুষ লিখছে ঈশ্বর শহরের ভিতর খেলনা শহর।
তোমারও  কি ঈশ্বর খুঁজতে ইচ্ছে করছে
মনের  কোন আশ্রয়।
তোমার কি আকাশের কাটাঘুড়ির মতো উড়ে যেতে ইচ্ছে করছে অজানায়
কিংবা ঈশ্বরের চোখে দেখতে ইচ্ছে করছে ধ্বংস।
মানুষ লিখছে স্বপ্ন, সাজানো চোখে ধ্বংস
ঘরের ভিতর ঘর
তার ভিতর
ফাঁকা
ম্যাজিক।

অন্ধকার আটকে আছে আমার ঠোঁটে
লেখা আছে কিছু মৃত স্বপ্নের শরীর অনবরত চর্বনে।
শহর ঢুকছে শহরে
শরীর ঢুকে যাচ্ছে চেনা মর্গে ,অগরুর গন্ধে।
তোমার কি আমার মতো কবিতা লিখতে ইচ্ছে করছে
কিংবা আরো একলা হতে।  

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...