রেনেসাঁস
... ঋষি
=====================================
সময় যখন ভারী হতে হতে বুকে লেপ্টে থাকে
বুকের উপর ভারী বুটের শব্দ প্রতিবাদ খোঁড়ে।
বিদ্রোহ সময়
গিলোটিনে নেমে আসে অকাল মৃত্যু।
মৃত্যু মানুষের খুব কাছের
যেমন তোর ঠোঁটে লেগে সময়ের রক্ত।
বুর্জোয়া রাজতন্ত্র ,অন্য এক যুগে ছুঁয়ে যাওয়া স্বপ্নের ঘর
তোর আদর ,
সাবধানে পা ফেলতে শেখা ,হাতের আঙ্গুল মন্ত্রপূত
সময়
ফিসফিসিয়ে বলে,
ঠিক কতটা কাছে গেলে ,গভীরে যাওয়া হয়
কতটা গভীরে গেলে ,কাছে পাওয়া হয়।
অসমাপ্ত উপন্যাসের পাতা
চরিত্ররা সব বিষাক্ততার আদলে তোর বুকে দাগ
গাঢ় দাগ
অভিমান
ভালোবাসা।
শাওয়ারের জল গড়িয়ে নামে শরীর বেয়ে
ক্রমশ তৃপ্তিরা রাত্রি খুঁজে পায়।
ক্লান্ত চোখে শহর যখন ঘুমোয় ,রাতপাখিরা চাঁদের খোঁজে
স্পর্শ ছুঁতে চাই।
তখনি কোথাও যেন শব্দ হয় ফায়ার
রেনেসাঁস ফিরে আসে শহরের অন্ধকার চোখে।
... ঋষি
=====================================
সময় যখন ভারী হতে হতে বুকে লেপ্টে থাকে
বুকের উপর ভারী বুটের শব্দ প্রতিবাদ খোঁড়ে।
বিদ্রোহ সময়
গিলোটিনে নেমে আসে অকাল মৃত্যু।
মৃত্যু মানুষের খুব কাছের
যেমন তোর ঠোঁটে লেগে সময়ের রক্ত।
বুর্জোয়া রাজতন্ত্র ,অন্য এক যুগে ছুঁয়ে যাওয়া স্বপ্নের ঘর
তোর আদর ,
সাবধানে পা ফেলতে শেখা ,হাতের আঙ্গুল মন্ত্রপূত
সময়
ফিসফিসিয়ে বলে,
ঠিক কতটা কাছে গেলে ,গভীরে যাওয়া হয়
কতটা গভীরে গেলে ,কাছে পাওয়া হয়।
অসমাপ্ত উপন্যাসের পাতা
চরিত্ররা সব বিষাক্ততার আদলে তোর বুকে দাগ
গাঢ় দাগ
অভিমান
ভালোবাসা।
শাওয়ারের জল গড়িয়ে নামে শরীর বেয়ে
ক্রমশ তৃপ্তিরা রাত্রি খুঁজে পায়।
ক্লান্ত চোখে শহর যখন ঘুমোয় ,রাতপাখিরা চাঁদের খোঁজে
স্পর্শ ছুঁতে চাই।
তখনি কোথাও যেন শব্দ হয় ফায়ার
রেনেসাঁস ফিরে আসে শহরের অন্ধকার চোখে।
No comments:
Post a Comment