Wednesday, August 14, 2019

with heart

love looks not with the eyes but with the heart  ...

অবশেষে সবাই কে তো চলে যেতে হয়
রক্ত মাংসের গোলা
চামড়ায় টান ,ভ্রান্ত বিলাস ,মানসিক আঙ্গিকে আঁধার লেখা।
তোর কপাল চুমে একবার শুরু করতে চাই ইতিহাস
আসলে ইতিহাস আমরা লিখি না
চিরকাল ইতিহাস লিখে চলে আমাদের ভিন্নতায় পৃথিবীর আঙ্গিকে।

ব্যস্ত সময়
ঠোঁটের পারদে জমতে থাকা সময়ের রক্ত।
রক্ত বমি মানুষের
ম্যানহার্টেনের পদ্ধতিগত, শৈল্পিক ও বৈজ্ঞানিক ধ্বংসকে
নিয়মিত পুজো মানুষের ।
ভয়
ভুলিয়ে দেয় রমণীর তৃপ্ত শিৎকার কিংবা বেদনার  কান্না।
ভালোবাসা ভুল ছিল না কোনোদিন
তবু ভালোবাসা চিরকাল কোমায় ভালোবাসার শরীর।
 বিকল অচেতন।
বুঝলে এ চলন্তিকা
ভালোবাসা লুকোনো ছিল না কিছু কোনোদিন
অথচ ভালোবাসা চিরকাল লুকোনো মানুষের।

অবশেষে সবাইকে চলে যেতে হবে
প্রকৃতির পুজো ,মানুষের মুখোশ ,সময়ের মিছিলে শহরের ধুলোয়।
তবু শূন্য বাহু পাশ,লুকোনো ঋতুবদল
ক্যানভাসের আছিলায় মানুষের দহন তুলির গভীর টানে।
তবু এই কবিতায় কোনো দহন নেই
আছে কিছু লুকোনো ইতিহাস মানুষের পৃথিবীতে ভিন্ন আঙ্গিকে।
.
................... ঋষি

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...