Wednesday, August 7, 2019

বৃষ্টি আদর

বৃষ্টি আদর
... ঋষি
=====================================
গুরুগুরু মেঘ
তোর নাভি ছুঁয়ে ,তোর ঠোঁট ছুঁয়ে আদর চাইছে সময়।
আরো কাছে
মিশে যাওয়া কবিতার পাতায় ,
শুধু কিছুটা একা থাকা ,আর তোকে দেখা
আনমনে বৃষ্টি আদর।

অদ্ভুত সংযোগ
সময় ভাঙলে চোখের কোন গড়িয়ে নামে বৃষ্টির ছাট।
তোকে চাইলে আমি ভিজি
মাঝ সমুদ্রে একলা দাঁড়িয়ে আকাশের চাঁদ।
চলন্তিকা বৃষ্টিতে ভিজেছিস কখনো
খুঁজেছিস ধুকপুক ,সময়ের স্যাকারিন বাড়তে থাকা না ঘুমোনো।
জড়িয়ে ধরা বুকের খুব কাছে
উষ্ণতা।
তোর লুকোনো সম্ভার ,তোর শরীরে গন্ধ
বড্ডো পাগল করে অসময়
শুধু ছুটে যাওয়া সময়ের ওপারে কোনো না দেখাতে।

গুরু গুরু মেঘ
বুক আঁকড়ে উঠে আসছে কিছু না বলা অসম্ভব সুখ।
আরো কাছে
বৃষ্টি ছুঁয়ে সময়ের দরবারে বিসমিল্লাহ।
শহর শুনছে কান পেতে বৃষ্টিপাত
আর খুঁজছি আদর ,নিঃশ্বাসে ভিজে ভাব। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...