You can't fall asleep because
reality is finally better than your dreams .....
ঘুম থাকে না দুচোখের পাতায়
সকাল হতে এখনো কয়েকশো মাইল একলা চলতে হবে।
ঢেউয়ের শহরে কাঁদে না কেউ আর
শুধু অন্যমনস্ক ইচ্ছারা উড়ে মরে অন্ধকার সিলিঙে
সমুদ্র ছুঁতে ঢেউ ওঠে গৃহস্থ মধ্যবিত্ত সংসারে।
চলন্তিকা একবার সময় হয়ে এসো
আমার নিকোটিন ঠোঁটে লেগে যাক শুকনো আখরোটের নেশা।
নিষিদ্ধ দেরাজ থেকে তুমি তুলে নাও
আদরের তলোয়ার কিংবা কয়েকরাউন্ড কার্তুজ
আমি রক্তাক্ত হতে চাই আজ রাতে ।
সকাল হতে এখনো কয়েকশো মাইল একলা চলতে হবে
তোমার আদরের তিল ,শাড়ির ভাঁজে লুকোনো যত্ন, হেডলাইট
চোখে সহ্য হয় না আর অন্ধকারে।
পাহাড়ি নেশার গন্ধ খোলা চুলে সবুজ আস্তরণ ,
তোমাকে কয়েক চুমুকে সমুদ্রের নীল জল ভয়ঙ্কর ফুঁসে ওঠে
নাভির পাতালে তুমি প্রতি রাত্রে গুম করো এক অনিদ্রিত যুবক।
সকাল হতে এখনো কয়েকশো মাইল একলা চলতে হবে
চোখের দর্শন গভীর মনে ,হাতের দর্শন মৃত্যু নীলতারা
রেশমের
ফাঁস,
সব চুপ নিস্তব্দ এই বেলা।
তলোয়ারের বাটে হাত রাখো , ট্রিগারে তর্জনি রাখো জ্বালাও আগুন
এখনো অনেকটা সময়,
সকাল হতে এখনো কয়েকশো মাইল।
.
... ঋষি
reality is finally better than your dreams .....
ঘুম থাকে না দুচোখের পাতায়
সকাল হতে এখনো কয়েকশো মাইল একলা চলতে হবে।
ঢেউয়ের শহরে কাঁদে না কেউ আর
শুধু অন্যমনস্ক ইচ্ছারা উড়ে মরে অন্ধকার সিলিঙে
সমুদ্র ছুঁতে ঢেউ ওঠে গৃহস্থ মধ্যবিত্ত সংসারে।
চলন্তিকা একবার সময় হয়ে এসো
আমার নিকোটিন ঠোঁটে লেগে যাক শুকনো আখরোটের নেশা।
নিষিদ্ধ দেরাজ থেকে তুমি তুলে নাও
আদরের তলোয়ার কিংবা কয়েকরাউন্ড কার্তুজ
আমি রক্তাক্ত হতে চাই আজ রাতে ।
সকাল হতে এখনো কয়েকশো মাইল একলা চলতে হবে
তোমার আদরের তিল ,শাড়ির ভাঁজে লুকোনো যত্ন, হেডলাইট
চোখে সহ্য হয় না আর অন্ধকারে।
পাহাড়ি নেশার গন্ধ খোলা চুলে সবুজ আস্তরণ ,
তোমাকে কয়েক চুমুকে সমুদ্রের নীল জল ভয়ঙ্কর ফুঁসে ওঠে
নাভির পাতালে তুমি প্রতি রাত্রে গুম করো এক অনিদ্রিত যুবক।
সকাল হতে এখনো কয়েকশো মাইল একলা চলতে হবে
চোখের দর্শন গভীর মনে ,হাতের দর্শন মৃত্যু নীলতারা
রেশমের
ফাঁস,
সব চুপ নিস্তব্দ এই বেলা।
তলোয়ারের বাটে হাত রাখো , ট্রিগারে তর্জনি রাখো জ্বালাও আগুন
এখনো অনেকটা সময়,
সকাল হতে এখনো কয়েকশো মাইল।
.
... ঋষি
No comments:
Post a Comment