Monday, August 12, 2019

স্বাধীনতার তথ্য চিত্র


স্বাধীনতার তথ্য চিত্র
..... ঋষি
=======================================

শুনছো আজ ১৫ ই আগস্ট বুঝলে
কি হবে বুঝে ,আমার কি ১৫ ই আগস্ট করার সময় আছে।
কিসের স্বাধীনতা
তোমার টিফিন ,রান্নাঘর ,শোয়ার ঘর সামলাতে দিন শেষ।
কিছু পরিবর্তন কি হলো এত বছর ?
সেই তো আমরা আজও ধর্ষিত সময়ের অধিবাসী
আজও আমাদের ভাগ্য নির্ধারণ পুরুষতান্রিক।
কি বদলালো ?



মশাই বুঝলেন আজ ১৫ ই আগস্ট
তো আমার বাবার কি ,ঐতো একটা ছুটির দিন।
জানেন তো ছুটির দিন মাত্র খরচ
কোথাও বেরোতে হবে ,বাচ্চাটা বলবে বাবা পার্কে যাবো
এক্সট্রা খরচ আর কি।
বুঝলেন তো কি সময় চলছে ,কি দিনকাল
বাজার আগুন ,আগুন সময়
কি বদলেছে এতদিনের স্বাধীনতায় ?



বাবাই জানিস তো আজ ১৫ ই আগস্ট
জানো  তো বাবা ,আজ আমাদের স্কুলে পতাকা উঠবে।
বলতো বাবাই আমাদের পতাকার রং কি ?
কেন গেরুয়া ,সাদা ,সবুজ আর মধ্যিখানে একটা চাকা।
আচ্ছা বাবা  সেদিন ফেরিঘাটে ওই  সন্ন্যাসিটা গেরুয়া পড়েছিল কেন ?
ওই কাকুটা কি আমাদের ভারত।
হ্যা বাবাই ওই কাকুটা ,আমরা সবাই হলাম ভারতবর্ষ
আজ ভারতবর্ষের জন্মদিন।



ওরে কনক দেখ তোর নাগর এলো রে পতাকা উঠিয়ে
তাতে আমার কি  ?
এসেছে শরীর ছিঁড়তে , ছিঁড়ে চলে যাবে
 আজ ১৫ ই আগস্ট তাই একটু খদ্দের বেশি হবে।
আজ বুঝলি তাড়াতাড়ি ধান্দা বন্ধ করবো ,বাড়ি যাবো,
ছেলেটা বহুদিন ধরে বায়না করে
ভালো করলি মনে করিয়ে
ছেলের জন্য আজ  একটা ছোট পতাকা নিয়ে যাবো



সকাল থেকে আজ দিনটা ব্যাপক গেলো
সারাদিন হেব্বি মস্তি ,একা  ৫ গোল করে ক্লাবকে জেতালাম।
আজ জানেন তো ক্লাবে হেব্বি পার্টি
মদ ,মাংস আর বুঝলেন ওই টা হলেই হতো।
জানি না সবাই হিসেবে করে মদ কিনেছে কিনে
আগের বছর রাতে কম হলো ,ব্ল্যাকে কিনতে হলো।
এইতো একটা দিন ,কাল থেকে শুরু আবার যুদ্ধ
শান্তি আছে ,ভাগ্যিস স্বাধীনতা।
.
( এই কবিতার স্থান ,কাল ,পাত্র সবটাই কাল্পনিক সুতরাং কাউকে দুঃখিত হবার প্রয়োজন নেই )

1 comment:

  1. খুব ভালো লাগলো আপনার কবিতা টি। ইউটিউবে কবিতাটি কি আবৃত্তি করা যাবে?

    ReplyDelete

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...