Wednesday, August 21, 2019

রোমন্থন

রোমন্থন
............... ঋষি
=====================================
ঠিক কোথায় পোড়া দাগ আমার ডানদিকে ,তোর বামে ?
নাকি সারা শরীরে অথবা সমস্ত ছবিজুড়ে।
তবু স্বপ্ন দেখতে ভুলি নি ,
বেঁচে আছি ,
আজ অবেলায় হঠাৎ জানান দিচ্ছে শরীর
হুড়োহুড়ি আধা ঘুম চোখে এগিয়ে আসা ঠোঁট।

চব্বিশ ঘন্টার রোমন্থন
জীবনের ছটা রিপু নিয়ে ,ছটা গোলাপ পাঠাবো তোর কাছে।
সময়ের অপেক্ষায় ?
ঠিক কতটা পথ তোর সাথে একসাথে হাঁটলে
ফুল ফুটবে জীবনে ?
কোনো ভয় নয় ,অনেকটা আদর তুলে রেখেছি তোর জন্য
ভিজে সময়ের একলা পথে অনেকটা তুই ,
সোজাসাপ্টা সিলেবাসের বাইরে লেখা
আমার বাঁচার কবিতা।
একরাশ সিগারেটের ধোঁয়ায় বন্য তুই
ক্রমশ জঙ্গলে আগুন ,
সময় ছুটছে জেট গতিতে ,তোকে ছুঁয়ে।

অবাক হচ্ছি অভ্যেসের জীবনে ব্যস্ত প্রতিফলন
আয়নায় ফুটে ওঠা মুখোশের কমেডি আর বিরহের সিলেবাস।
তাই কুড়িয়ে কুড়িয়ে স্বপ্ন বুনছি বাবুলের বাসায়
জোনাকির আলো।
আজ অবেলায় বাড়ি ফিরে যাওয়াটা স্বাভাবিক আমাদের
কিন্তু স্বপ্নগুলো চিরকাল বেঁচে। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...