কাল্পনিক
একমাত্র দীর্ঘশ্বাস
বুকের পরতে জমে আছে টেলিকম পাউডারের মতো কালি
দুর্ভাগ্যগত এক পাল মুহূর্ত
তাড়া করছে।
কানে গাড়ির হর্নের শব্দ
মুখোশ শব্দটা ঘুমোচ্ছে এই শহরের অলিতে গলিতে।
.
উৎসব মাখা শরতের রোদ
গা ধুয়ে উঠে বসা আগামীর শীত ,
সাপেদের ঘুম
আমি তো আর লিখতে পারি না ভাস্কর বাবুর মতো
" শীতকাল কবে আসবে সুপর্ণা "
কারণ আমার সমস্তটা জুড়েই আজকাল শুধু গাড়ির শব্দ।
.
রাস্তায় দাঁড়িয়ে ঘুম ভেঙে যায় এই সভ্যতায়
পাশের বাড়ির কাজের ঝিটা চিৎকার করে খাটতে খাটতে গতর শেষ
গরীর বলে তো মানুষ না ,
আমি তখন আকাশের দিকে তাকাই
যেন কোনো গভীর চোখ আমাকে আশ্বাস দেয় আজ শরৎ
আমি বাতাসে পাই মানুষের গন্ধ
মানুষের কান্না
আর অবান্তর কিছু প্রশ্ন ?
বেঁচে থাকাটা প্রহসন ,একটা নাটক
এখানে চরিত্ররা সব কাল্পনিক
শুধু সাজানো মুখোশে।
No comments:
Post a Comment