Monday, October 4, 2021

এই দূর্গা সেই দূর্গা

 


এই দূর্গা সেই দূর্গা 

... ঋষি 


এই যে এত দূর্গা শ্লোক ,এই যে এত উৎসব 

এই যে নারী পুজো ,শক্তি শ্লোক 

কে এই দূর্গা ?

সেই দূর্গা যে বিভূষণের খুব প্রিয় মৃত্যুর ছায়াছবি 

কিংবা আজকের সমাজে আপনার ,আমার ঘরে 

রোজ তিলে তিলে মরতে থাকা সেই মেয়েটা। 

.

আপনি চেনেন সেই দুর্গাকে ?

যে প্রতিদিন পাড়ার টিউবকলে চান করে 

যাকে দেখে আপনি তৃপ্ত করেন আপনার চরম কাম ,

কিংবা সেই মেয়েটা যে রোজ আপনার কাছে চকোলেটের জন্য ছুটে আসে 

তাকে আপনি আদরের ছলে ছুঁয়ে দেন আপনার গোপনীয়তায় 

সেই মেয়েটা বলে কাকু আমার লাগছে 

সেই দূর্গা। 

.

আমি চিনি সেই দুর্গাকে আপনার মতো 

যে চোখের জল চেপে রেখে নিজের অসুস্থ স্বামীর সেবা করে 

যে নিজের সমস্ত বিলাসিতা বিসর্জন দিয়ে সন্তান মানুষ করে 

যে মদ্যপ চরিত্রহীন স্বামীর কাছে মার্ খেয়েও সংসার করে 

যে রোজ রাতে সভ্যতার রজনীগন্ধা 

যে দিন প্রতিদিন আপনার বাড়ির সাজানো আসবাব 

যে কৃষ্ণের অপেক্ষামান প্রেমিকা 

পুরুষের অহংকার 

সভ্যতার পর্দা 

সহনশীলতার প্রতীক 

সেই দূর্গা। 

.

আমি প্রশ্ন করি আপনাকে 

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা।

নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ॥

যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা।

নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ॥

এই শ্লোক কতটা সত্যি 

কতটা মিথ্যে 

যদি  পুরুষ হন ,যদি সভ্যতা হন ,যদি মানুষ হন 

নিজের আয়নায় চোখ রাখুন 

প্রশ্ন করুন নিজেকে 

কে আসলে দূর্গা ?

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...