Monday, October 18, 2021

তবুও ঘুম পায়

 


তবুও ঘুম পায় 

... ঋষি 


পাঁজর খোঁড়া গাছটা আকাশ খুঁজছে 

আমার  ফুটো পকেটের  সম্বলে অলীক ঘুম ,

বড্ডো ঘুম পায় আজকাল 

ইচ্ছে করে এক ঘুমে পার করে দি মানুষজন্ম 

পরজন্মে না হয় ইচ্ছা হয়ে জন্মায়। 

.

সব প্রশ্নের ঊত্তর হয় না 

সব উত্তরে ঠিক শান্তি থাকে না এই পাথরের শহরে ,

সময় স্বাভাবিক দৃশ্যের মতো পর্দা দিতে থাকে 

আর পর্দার আড়ালে থাকে অযথা একলা কথা 

আর তারপর ঘুম 

সে যেন বুকের ক্লোরোফিলে খিদে লুকিয়ে রাখে। 

.

আঁচড়ের গল্পে আজকাল অসুস্থ সময় 

শহরের গল্পে আজকাল সেই ছেলেটা বেল বেলেটা 

তোমার গল্পে একটা ক্লান্ত মেয়ে পথ হারায় বারংবার 

ঘরে ফেরে 

সংসারের ডাল ,ভাত সামলে বসে থাকে জানলার গা ঘেঁষে 

তারপর একলা পথ 

তারপর একলা শহর 

আর ঘুম 

           আসে না। 

তবুও ঘুম পায় আমার এই শহরে আকাশ থেকে দূরে 

কোনো একলা ঘরে 

আমার সমস্তটাই শধুই  চলন্তিকা 

এই চির সুখ।  

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...